Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

অনন্ত-রাধিকার বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা শাহরুখের, কী লিখলেন কিং খান?

বিবাহবার্ষিকীতে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অনন্ত-রাধিকা।

Shah Rukh Khan share heartfelt anniversary wishes for Anant and Radhika
Published by: Sayani Sen
  • Posted:July 13, 2025 3:59 pm
  • Updated:July 13, 2025 4:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকীয় বিয়ের বর্ষপূর্তি। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অনন্ত-রাধিকা। ইনস্টাগ্রামে তাঁদের শুভেচ্ছা জানান কিং খানও।

Advertisement

Second pre-wedding ceremony of Anant Ambani and Radhika Merchant

ইনস্টাগ্রামে শাহরুখ লেখেন, “সুন্দর দম্পতিকে জানাই শুভ বিবাহবার্ষিকী। এখনও অনেক বছর একসঙ্গে চলা বাকি। ভালোবাসি দু’জনকে। ভালোবাসা নিও। সুস্থ থেকো।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বিয়ের আগে প্রায় দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলে। কখনও দেশে আবার কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। অবশেষে গত বছর জীবনের নতুন ইনিংস শুরু করেন অনন্ত-রাধিকা। বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সাজে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণে ছিল বিশেষ মেনু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পায় এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা যায় নীতা আম্বানিকে।

Anant Ambani-Radhika Merchant wedding LIVE UPDATES: Family leaves for wedding venue

গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হয় বিয়ের আসর। ছাঁদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রাখেন।

Anant Ambani

মেগাবাজেট বিয়ের অতিথি তালিকাও ছিল নজরকাড়া। শাহরুখ থেকে সলমন খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বর্য রাই বচ্চন, জাহ্নবী কাপুর,হানি সিং, অনন্যা পাণ্ডে, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, সইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ভারতে অতিথি তালিকার শীর্ষে ছিলেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতি, উদ্যোগপতিরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Anant-Ambani-4

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ