ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ছবি সেটে যাওয়ার আগে থেকেই চর্চায়, তার শুটিং শুরু হলে যে আগ্রহের পারদ চড়বে সেটাই স্বাভাবিক। শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘কিং’ ছবির শুটিং শুরু হওয়ার পর অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান অভিনেতা রাঘব জুয়েল। তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এবার জানা গেল, মুম্বইয়ের বিখ্যাত মেহবুব স্টুডিওতে শুটিং শুরু হয়েছে একটি জেল দৃশ্যের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, বান্দ্রায় শুটিংয়ে হাজির ছিলেন প্রায় ২০০ জন স্টান্ট পারফর্মার। ২১ জুন পর্যন্ত দৃশ্যটি শুট করার কথা। সেটটি এক বিদেশি জেলের। যেখানে শাহরুখকে টক্কর নিতে দেখা গিয়েছে একঝাঁক খল চরিত্রকে। সূত্রের দাবি, এটা নাকি ছবির খুব গুরুত্বপূর্ণ দৃশ্য। বিদেশে জেলের অনুষঙ্গ অনেককেই মনে করিয়ে দিচ্ছে ‘ডন ২’-এর কথাও।
এদিকে জানা যাচ্ছে, শাহরুখ এই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার জন্য আলাদা করে প্রশিক্ষণ নিয়েছেন। রীতিমতো প্রস্তুত হয়েছেন দৃশ্যটি করার জন্য। দাবি, অ্যাকশনে ‘পাঠান’ বা ‘জওয়ান’কেও ছাপিয়ে গিয়ে যাবে এই ছবি। আর তাই শাহরুখ প্রস্তুতি নিয়েছেন স্টান্ট করার আগে।
প্রসঙ্গত, ‘কিং’-এর প্রযোজনার দায়িত্বে থাকছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। মেগাবাজেট সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনকে ক্যামিও রোলে দেখা যেতে পারে। আর সুহানার মায়ের ভূমিকায় থাকতে পারেন রানি মুখোপাধ্যায়। এহেন ডাকসাইটে কাস্টিংয়ের জেরে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল। ফলে অনুরাগীদের অপেক্ষা বাঁধ মানতে চাইছে না। এহেন পরিস্থিতিতে চর্চা নতুন মাত্রা পাচ্ছে জেলের অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের খবরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.