ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান এই মুহূর্তে ব্যস্ত ‘কিং’ নিয়ে। ক’দিন আগেই জানা গিয়েছিল মুম্বইয়ের স্টুডিওয় সেট বানিয়ে শুটিং করছেন বাদশা। কিন্তু এই ব্যস্ততার মধ্যেই এবার তিনি ধরা দিলেন একেবারে অন্য মুডে। শাহরুখকে দেখা গেল তাঁর কুকুরকে নিয়ে বেড়াতে যেতে। রবিবার ছুটির দিনের অলস মুহূর্তে প্রিয় রোলস রয়েসে পোষ্যের সঙ্গে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছিলেন তিনি। শাহরুখ বলে কথা! সেই মুহূর্তও ভাইরাল হতে সময় লাগেনি।
ভিডিওয় দেখা যাচ্ছে, রোলস রয়েসের জানলায় দৃশ্যমান শাহরুখের মিষ্টি পোষ্য। কিন্তু যেই অভিনেতা বুঝতে পারলেন পাপারাজিরা ক্যামেরার লেন্স তাক করেছেন সেদিকে, সঙ্গে সঙ্গে জানলার কাচ তুলে দিলেন তিনি। আর এই ছোট্ট ভিডিওই মন জিতে নিয়েছে নেটিজেনদের। তাঁরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টের ফিড।
King Shah Rukh Khan spotted with a cute 🐕 in Mumbai 😍💥
— Team Shah Rukh Khan Fan Club (@teamsrkfc)
প্রসঙ্গত, ‘কিং’ ছবি নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে। বান্দ্রায় শুটিংয়ে হাজির ছিলেন প্রায় ২০০ জন স্টান্ট পারফর্মার। সেই সেটটি এক বিদেশি জেলের। যেখানে শাহরুখকে টক্কর নিতে দেখা গিয়েছে একঝাঁক খল চরিত্রকে। সূত্রের দাবি, এটা নাকি ছবির খুব গুরুত্বপূর্ণ দৃশ্য। বিদেশে জেলের অনুষঙ্গ অনেককেই মনে করিয়ে দিচ্ছে ‘ডন ২’-এর কথাও। প্রসঙ্গত, ‘কিং’-এর প্রযোজনার দায়িত্বে থাকছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এছবিতে রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোনের মতো তারকারাও থাকছেন বলে জানা গিয়েছে। এহেন ডাকসাইটে কাস্টিংয়ের জেরে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল। ফলে অনুরাগীদের অপেক্ষা বাঁধ মানতে চাইছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.