সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আইনি জটে শাহরুখকন্যা সুহানা খান। জানা যাচ্ছে, আলিবাগে কৃষি জমি কেনার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন সুহানা।
উল্লেখ্য, বিভিন্ন নথি থেকে জানা যাচ্ছে যে, ২০২৩ ও ২০২৪ সালে আলিবাগে প্রায় ২২ কোটি টাকার দুটি জমি কিনেছিলেন সুহানা। ডেজাভু ফার্ম প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত। শুধু তাই নয় এই নামের সংস্থাটি গৌরি খানের মা ও তাঁর ভগ্নিপতির নামে মালিকানাধীন বলেই জানা যাচ্ছে। মুম্বইয়ের আলিবাগের ওই জমির দাম জানা যাচ্ছে ১২.৯১ কোটি টাকা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, এই জমির মালিকানা আসলে রয়েছে প্রশাসনের কাছে। এই জমি শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার করা হবে বলেই রাখা ছিল।
২০২৩ ও ২০২৪ সালে সুহানা এই জমি কিনেছিলেন তাঁর তিন বোনের থেকে। তাঁরা এই জমি তাঁদের মা বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বলেই জানা জানিয়েছেন। শুধু তাই নয়, সুহানা এই জমি কেনার সময় সমস্ত নথিতে নিজেকে একজন কৃষক বলেই দেখিয়েছেন। ৭৭.৪৬ লক্ষ টাকা দিয়ে ইতিমধ্যেই নাকি এই জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। এখানেই শেষ নয় একই সঙ্গে আলিবাগে সুহানা আরও একটি সম্পত্তি কিনেছিলেন। যার মূল্য ছিল ১০ কোটি টাকা। যদিও সুহানা বা শাহরুখের তরফে এই বিষয়ে কেউওই এখনও মুখ খোলেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.