সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৩ বছরের অভিনয় জীবনে দর্শক ও ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ছবি। কিন্তু সম্প্রতি তাঁর অভিনয় জীবনের এক পরমপ্রাপ্তি ঘটেছে। পেয়েছেন জীবনের প্রথম জাতীয় পুরস্কার। তারপর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসলেন শাহরুখ খান। বলিউডের বাদশাকে এবার অভিনন্দন জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। আর সেই পোস্টের জবাবে ধন্যবাদ জানাতে গিয়ে ‘কিং’ খান শশীর সঙ্গে করলেন রসিকতা। বুদ্ধিদীপ্ত সেই জবাব ভাইরাল হয়ে গিয়েছে। ব্যাপারটা কী?
আসলে শশী থারুর মানেই দাঁত কনকন করবে এমন সব শব্দের ব্যবহার। রীতিমতো অভিধান খুলে খুঁজতে হয় মানে। আর তাঁর এহেন অভিজাত শব্দ ব্যবহার এবার তাঁকে জবাব দেওয়ার সময় ব্যবহার করলেন খোদ শাহরুখই! শশী রবিবার রাতে লিখেছিলেন, ‘এক জাতীয় সম্পদ এবার জাতীয় পুরস্কার পেলেন।’
Thank u for the simple praise Mr Tharoor…
would not have understood something more magniloquent and sesquipedalian… ha ha— Shah Rukh Khan (@iamsrk)
এর জবাবে শাহরুখ লেখেন, ‘আপনার সহজ প্রশংসার জন্য ধন্যবাদ মিস্টার থারুর। এর চেয়ে বেশি ম্যাগনিলোকুয়েন্ট ও সেসকিউপেডালিয়ান হলে বুঝতে পারতাম না। হাহা।’ বলে রাখা ভালো ‘ম্যাগনিলোকুয়েন্ট’ শব্দটির অর্থ কঠিন শব্দ ব্যবহার করা। এবং ‘সেসকিউপেডালিয়ান’ মানে যিনি ওই ধরনের শব্দ ব্যবহার করেন। সাধারণত এমন খটমট ইংরেজি ব্যবহার করেন শশী। এবার তাঁর মতো শব্দ ব্যবহার করে তাঁকেই চমকে দিলেন সুরসিক শাহরুখ।
প্রসঙ্গত, ‘জওয়ান’ মুক্তির পর কানায় কানায় প্রেক্ষাগৃহে উপচে পড়েছিল ফের চেনা ছন্দে শাহরুখকে দেখার উন্মাদনা। সেই চেনা ছবি ধরা পড়েছিল সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সর্বত্র। এবার সেই ছবির জন্যই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বাদশা। এবার শশীকে জবাব দেওয়ার সময়ও সকলের মন জিতলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.