সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটতে চাইছে না! ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় দিন কয়েক আগেই বম্বে হাই কোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তারকাদম্পতিকে। আদালতের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়, “আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর লস অ্যাঞ্জেলস কিংবা বিদেশের যেখানে ইচ্ছে, সেখানে ঘুরতে যান।” এবার আইনি গেরোয় পড়ে ফের ‘মুখ পুড়ল’ শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার।
চলতি বছরের আগস্ট মাসেই বলিউডের হাইপ্রোফাইল তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী। সংশ্লিষ্ট মামলায় গত সেপ্টেম্বর মাসেই শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে মুম্বই পুলিশ। ফলত, ইচ্ছে করলে যখন-তখন রাজ-শিল্পার দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়। অনুমতি সাপেক্ষেই বিদেশ ভ্রমণ করতে হবে তাঁদের। সেই লুক আউট নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে পালটা বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ-শিল্পা। কিন্তু তারকাদম্পতির আবেদন পত্রপাঠ নাকচ করে দেয় আদালত। পালটা তাদের জানানো হয়, “আগে ষাট কোটি টাকা মেটান, তার পর বিদেশে যান।” সংশ্লিষ্ট মামলায় দু’ বার শুনানি হলেও সিদ্ধান্তে অনড় আদালত। অগত্যা আইনি গেরোয় পড়ে বিদেশ ভ্রমণ বাতিল করতে হল শিল্পা শেট্টিকে।
প্রসঙ্গত, এর আগের শুনানিতে শিল্পা আদালতে জানিয়েছিলেন যে, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে তাঁর কোনওরকম সম্পর্ক নেই। তিনি সংস্থার নির্বাচিত ডিরেক্টর মাত্র। এপ্রসঙ্গে প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং গৌতম অখণ্ডের ডিভিশন বেঞ্চ পালটা অভিনেত্রীকে বলেন, “যদি বিদেশ যেতে চান, তাহলে স্বামীর বিরুদ্ধে আগে রাজসাক্ষী হোন।” আগামী ১৬ অক্টোবরের মধ্যে শিল্পাকে লিখিত অ্যাফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেয় কোর্ট। যেখানে শিল্পার দাবির ভিত্তিতে রাজ কুন্দ্রার স্বাক্ষর থাকবে। তবে স্বামী রাজের বিরুদ্ধে না গিয়ে এবার আদালতে শিল্পা শেট্টি জানালেন, তিনি বিদেশ ভ্রমণ বাতিল করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.