Advertisement
Advertisement
shoojit sircar

টলিউডে এবার সত্যেন বোসের বায়োপিক! কিংবদন্তি বিজ্ঞানীর চরিত্রে যিশু না অনির্বাণ?

সুজিতের প্রযোজনায় এই ছবির পরিচালনা করবেন জনপ্রিয় এডিটর বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়।

shoojit sircar wants to make satyendra nath bose biopic
Published by: Akash Misra
  • Posted:May 11, 2024 11:00 am
  • Updated:May 11, 2024 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় এবার বড় চমক। টলিপাড়ার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পরিচালক সুজিত সরকারের হাত ধরে এবার আসতে চলেছে কিংবদন্তি বিজ্ঞানী সত্যেন বোসের বায়োপিক। তবে এই ছবির পরিচালক সুজিত সরকার নন, বরং শোনা যাচ্ছে, সুজিতের প্রযোজনায় এই ছবির পরিচালনা করবেন জনপ্রিয় এডিটর বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়।

তা ছবিতে সত্য়েন বসুর ভূমিকায় কাকে দেখা যাবে?

টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, প্রযোজক সুজিতের পছন্দের তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও যিশু সেনগুপ্ত। তবে শোনা যাচ্ছে, অনির্বাণের তুলনায় যিশুর পাল্লাই বেশি ভারী এ ব্যাপারে।

[আরও পড়ুন: ফের মা হচ্ছেন একতা কাপুর? জল্পনা তুঙ্গে ]

মুক্তি পেতে চলেছে অনির্বাণের অথৈ ছবি। ইতিমধ্যেই এই ছবির ঝলক নজর কেড়েছে দর্শকদের। অন্যদিকে,টলিপাড়ার খবর রোমি-জুলিয়েটে নাকি দেখা যাবে অনির্বাণকে। টলিউডের পাশাপাশি বলিউড, দক্ষিণী ছবিতে নজর কেড়েছেন যিশু। গত বছর পুজোতে সৃজিতের হাত ধরে ‘দশম অবতার’ ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছে যিশু ও অনির্বাণকে।

বাংলা এবং হিন্দি এই দুই ভাষায় তৈরি হবে ছবিটি। তবে, নায়ক বদলাবে না। ফলে, যীশু হোক কিংবা অনির্বাণ, দুজনেই এর আগে হিন্দি সিনেমায় কাজ করেছেন। এছাড়া প্রযোজক জানিয়েছেন যে বাংলার তারকা অভিনেতারাই এই ছবির সিংহভাগজুড়ে থাকবেন। থাকতে পারেন কয়েক জন বলিউড তারকাও।

সূত্রের খবর, এই ছবিটা নিয়ে দুই প্রযোজক খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে চাইছেন। তাই চলতি বছরের শেষে শুরু হতে পারে এই ছবির শ্যুটিং।

[আরও পড়ুন: শাহরুখের আগে ‘মন্নত’ কেনার প্রস্তাব পেয়েছিলেন সলমন! কেন কিনলেন না ভাইজান? ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement