Advertisement
Advertisement
Soham Mazumder-Debchandrima SinghaRoy

প্রথমবার জুটি বাঁধছেন সোহম-দেবচন্দ্রিমা, কোথায় দেখা যাবে যুগলকে?

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন দেবচন্দ্রিমা ও সোহম।

Soham Mazumder and Debchandrima Singha Roy in raja chanda's new venture

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:May 29, 2025 4:06 pm
  • Updated:May 29, 2025 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি ধারাবাহিকেও ইতিমধ্যেই বেশ নজর কেড়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কাজের প্রতি তিনি বরাবরই ভীষণ মনোযোগী। সিঙ্গুর থেকে কলকাতায় এসে বাংলা টেলিভিশন ও টলিউড দুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করেছেন। তারপর মুম্বইতে হিন্দি কাজের অফার পান দেবচন্দ্রিমা। সেখানেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নিজের কাজের গুণে। অন্যদিকে অভিনেতা সোহম মজুমদার বলিউড ও টলিউডে সমানতালে কাজ করছেন। তাঁর অভিনয়ের গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। 

ভাবছেন নিশ্চয়ই এই দুই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে কেন কথা বলছি? তার কারণ ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে নাকি শোনা যাচ্ছে, এবার জুটি বাঁধছেন সোহম মজুমদার ও দেবচন্দ্রিমা সিংহ রায়। কোন মাধ্যমে কাজ করছেন তাঁরা? শোনা যাচ্ছে, রাজা চন্দের পরিচালনায় এবার নাকি জি ফাইভে আসতে চলেছে তাঁদের নতুন ওয়েব সিরিজ। তাঁদের নতুন এই ওয়েব সিরিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন দেবচন্দ্রিমা ও সোহম। সেই ছবি দেখে বোঝা যাচ্ছে এই সিরিজের আউটডোর শুটিং চলছে। এই ছবি সেই শুটিং লোকেশনেই তোলা। 

Soham Mazumder and Debchandrima Singha Roy in raja chanda's new venture
সোহম মজুমদার ও দেবচন্দ্রিমা সিংহরায়, ছবি: ইনস্টাগ্রাম

তবে এই সিরিজের আগেও বেশ কিছু বাংলা ওয়েব সিরিজে কাজ করেছেন দেবচন্দ্রিমা। এর আগে ‘পরিণীতা’, ‘প্রেমে পড়া বারণ’-এর মতো সিরিজে তাঁর কাজের প্রশংসা করেছেন দর্শক। অন্যদিকে সোহম ‘সিটাডেল হানিবানি’, ‘কবীর সিং’-এর মতো হিন্দি কাজের পাশাপাশি টলিউডে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘পাটালিগঞ্জের পুতুলখেলা’, ‘মায়া সত্য ভ্রম’-এ কাজ করেছেন। এখন অপেক্ষা টলিপাড়ার নতুন এই জুটির নতুন কাজ দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement