সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা? গত বছর জাহির ইকবালের সঙ্গে ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে সারার পর থেকেই একাধিকবার এহেন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে এসে সেই জল্পনা ফের উসকে দিয়েছেন শত্রুঘ্নকন্যা। ওড়না দিয়ে নাকি ঘন ঘন স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন অভিনেত্রী! শুধু তাই নয়, ছবিশিকারীদের সামনে স্বামী জাহিরকেও সোনাক্ষীর ‘স্ফীতোদরে’ হাত রাখতে দেখা যায়। আর তাতেই ‘দাবাং’ কন্যার মা হওয়ার জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে! তবে এবার জল্পনা জিইয়ে না রেখে নিজেই মুখ খুললেন সোনাক্ষী।
লক্ষ্মীবারে গভীর রাতে অভিনেত্রী যা বললেন, তাতে নেটভুবনে শোরগোল পড়ে গিয়েছে। সোনাক্ষীর মন্তব্য, ‘মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! অতি বুদ্ধিমান মিডিয়ার দৌলতে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম। শুধুমাত্র পেটে হাত দিয়ে ছবি তুলেছিলাম। যাক গে, এই বিষয়ে আমার আর জাহিরের প্রতিক্রিয়া জানতে চাইলে আমার গোটা পোস্টটি দেখুন। আর হ্যাঁ, এভাবেই ঝলমলে দিওয়ালি কাটান।’ এদিন দিওয়ালির পার্টি লুকের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন সোনাক্ষী সিনহা। সেই পোস্টের একদম শেষে স্বামী জাহিরের সঙ্গে রসিক মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সোনাক্ষীর কথাতেই ইঙ্গিত রয়েছে যে তার পুরো পোস্ট দেখতে হবে সত্যিটা জানতে হলে। সেই ছবিতেই দেখা গেল, জাহির আর সোনাক্ষী অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুনে হেসে গড়াচ্ছেন। অতঃপর অভিনেত্রী যে এখনই মা হচ্ছেন না, সেটা নিশ্চিত করলেন নিজেই।
বুধবার রাতে রমেশ তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন জাহির-সোনাক্ষী। অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যায়, অনুষ্ঠানের প্রবেশপথে ঢিলেঢালা আনারকলি পোশাকে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জাহির বলে ওঠেন- “দেখো, সামলে…।” স্বামীর কথায় প্রথমে কিছুটা হতবাক হলেও পরে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে এগিয়ে যান। ঠিক সেসময়েই ওড়নায় ঢাকা সোনাক্ষীর ‘স্ফিতোদরে’ হাত দিতে দেখা যায় জাহির ইকবালকে! স্বামীর এহেন কাণ্ড দেখে আর হাসি চেপে রাখতে পারেননি সোনাক্ষী। রসিকতার ছলেই চপেটাঘাত কষান! পালটা জাহিরকে বলতে শোনা যায়, ‘আরে মজাই তো করছি!’ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ছবিশিকারিরা। এবার রসিকতাচ্ছলে নিজেই মা হওয়ার গুঞ্জন ওড়ালেন সোনাক্ষী সিনহা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.