সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে শরীরে। চলছে কেমোথেরাপি। লড়াই সহজ নয় জেনেও অদম্য মনের জোর হিনা খানের। কর্কট যন্ত্রণাকে সঙ্গী করেই কখনও মার্জার সরণিতে কনে সাজে বাজিমাত করেছেন তো আবার কখনও বা বিদেশভ্রমণে গিয়ে জীবনীশক্তির পাঠ দিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি এক রিয়ালিটি শোয়ে যোগ দিয়েছিলেন হিনা। যে শোয়ের সঞ্চালক ক্যানসারজয়ী অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সেই শোয়েই দর্শকাসনে থাকা জনৈক মহিলা ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান করার ইচ্ছেপ্রকাশ করেন। সেকথা শুনে চোখের জল বাঁধ মানেনি হিনা-সোনালির।
কেমোথেরাপির পর চুল উঠে যাওয়ার যন্ত্রণা ভাগ করে নিয়েছিলেন হিনা। পরচুলা পরেই প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী। একসময়ে মারণরোগে আক্রান্ত হয়ে ‘উইগ’ পরার কথা জানিয়েছিলেন সোনালিও। তবে সোনালি বর্তমানে ক্যানসারমুক্ত। নিজের মতো করে কাজেও ফিরেছেন। বর্তমানে ‘পতি পত্নী অউর পঙ্গা’ শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে সোনালি বেন্দ্রেকে। সেই শোয়ের নিয়মানুযায়ী, প্রতিযোগী রুবিনা দিলাইককে একটি বিশেষ ‘টাস্ক’ দেওয়া হয়। যেখানে উপস্থিত দর্শকের মধ্য থেকে কাউকে একটা চুল কাটাতে রাজি করাতে হবে অভিনেত্রীকে। খেলার শর্ত মেনে রুবিনাও দর্শকাসনের এক মহিলাকে রাজি করান। সেখানেই ওই মহিলা জানান, তিনি ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান করতে চান। যা পরচুলা হিসেবে ব্যবহার করতে পারবেন তাঁরা। সেকথা শুনে ঝরঝর করে কেঁদে ফেলেন হিনা খান। কারণ তিনি জানেন, মারণরোগের থাবায় চুল হারিয়ে উইগ পরার যন্ত্রণা কী। এমন মুহূর্ত সোনালি বেন্দ্রের চোখেও জল এনে দেয়।
এরপরই নিজেকে খানিক সামলে চোখে জল নিয়ে ওই মহিলার প্রশংসা করে হিনা খান বলেন, “আপনি কি জানেন আপনার এহেন মহৎ উদ্যোগ কারও জীবনে কতটা খুশি বয়ে আনতে পারে। নিত্।দিন আমাকে উইগ পরতে হয়। এটাও তো কারও না কারও চুল…।” সায় দিয়ে সোনালি বেন্দ্রেকে বলতে শোনা যায়, “আপনি দেখতে যেমন সুন্দর, আপনার মন আরও বেশি সুন্দর।”
Nahi rakh paaya koi bhi apne dil par kaabu, yeh task dekh kar nikal aaye sabhi ke aansu.
Dekhiye – Jodiyon Ka Reality Check, har Sat-Sun raat 9 baje, aur par. …
— ColorsTV (@ColorsTV)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.