Advertisement
Advertisement
Sourav Das

প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারেননি সৌরভ? বিয়ের ৪ দিন আগেও ‘ফ্যামিলি’ অনিন্দিতা

অভিনেতার ইনস্টাগ্রামের হাইলাইটস সেকশনে 'ফ্যামিলি'তে জ্বলজ্বল করছে অনিন্দিতার ছবি।

Sourav Das has image of former girlfriend in instagram family । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 10, 2023 5:29 pm
  • Updated:December 10, 2023 5:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক প্রেমের পর গাঁটছড়া বাঁধতে চলেছেন। আর মাত্র চার দিন পরই বসছে বিয়ের আসর। তা সত্ত্বেও কি প্রাক্তন প্রেমিকা অনিন্দিতাকে ভুলতে পারেননি অভিনেতা সৌরভ? কারণ, সোশ্যাল মিডিয়ায় এখনও বর্তমান তাঁর প্রাক্তন প্রেমিক অনিন্দিতা। ইনস্টাগ্রামের হাইলাইটস সেকশনে এখনও ‘ফ্যামিলি’তে জ্বলজ্বল করছে তাঁর ছবি। বিয়ের প্রস্তুতির মাঝে তা নিয়ে চলছে জোর চর্চা।

Advertisement

Souravসময়টা ২০১৭ সাল। ‘গুটি মল্লার’ ছবির শুটিং সেটে মন দেওয়া নেওয়া সৌরভ ও অনিন্দিতার। বহু বছর তাঁরা একসঙ্গেও থেকেছেন। সম্পর্ক নিয়েও কোনওদিন রাখঢাক করেননি। তবে হঠাৎ সেই সম্পর্ক উষ্ণতা হারায়। আলাদা হয়ে যায় দুজনের জীবনের পথ।

Sourav

বাস্তবে এখন সৌরভের মন জুড়ে পুরোটাই দর্শনা। ২০২১ সালে সৌরভের সঙ্গে আলাপ হয় তাঁর। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরের কাছাকাছি আসেন। এবার বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়তে চলেছেন দুজনে। একসঙ্গে আইবুড়ো ভাত খাচ্ছেন।

Darshana Banik

[আরও পড়ুন: রণবীরের সঙ্গে যৌনদৃশ্য দেখে মা-বাবার প্রতিক্রিয়া কী, জবাব দিলেন তৃপ্তি দামরি]

সদ্যই অভিনেতা নীল-সহ বেশ কয়েকজনের বন্ধুবান্ধবের সঙ্গে ব্যাচেলর্স পার্টিতে নাচতেও দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি শেয়ারও করেছেন।

Sourav Das

সেই ইনস্টাগ্রামে এখনও জ্বলজ্বল করছেন প্রাক্তন প্রেমিকা অনিন্দিতা। হাইলাইটস সেকশনের ‘ফ্যামিলি’তে অনিন্দিতার ছবি। তবে সেসব ছবি প্রায় আড়াই-তিন বছরের পুরনো।

Sourav-Das

অনেকেরই প্রশ্ন, তবে কি এখনও প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারেননি অভিনেতা?

Sourav-Das

তবে এই জল্পনা যে একেবারেই ভিত্তিহীন তা সৌরভ-দর্শনার বিয়ের প্রস্তুতিতেই যে স্পষ্ট, তা বলা বাহুল্য।

Sourav-Das

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল ক্লাসিক ছবি হয়ে গিয়েছে’, রণবীরদের বিরাট সার্টিফিকেট আল্লু অর্জুনের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ