সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোটা শ্রীনিবাস রাওয়ের (Kota Srinivas Rao) শেষকৃত্যেও সেলফির আবদার। তাতে মেজাজ হারালেন শোকস্তব্ধ এসএস রাজামৌলি (SS Rajamouli)। স্মার্টফোনে হাতে থাকা অনুরাগীকে ধাক্কা দিয়ে সরালেন পরিচালক। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। তা নিয়ে এখন নেটপাড়ায় চলছে জোর কাটাছেঁড়া।
রবিবার হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা। ‘পদ্মশ্রী’ সম্মানপ্রাপ্ত অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদুনিয়া। দুঃসংবাদ পাওয়ামাত্রই প্রয়াত অভিনেতার বাড়িতে পৌঁছন অনেকেই। সেখানে শেষশ্রদ্ধা জানাতে যান পরিচালক এসএস রাজামৌলি। ভিডিওতে দেখা গিয়েছে, শেষশ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাঁর কাছে সেলফি তোলার আবদার করেন এক অনুরাগী। প্রথমবার আপত্তি জানান। তবে তাতে কান দেননি অনুরাগী। পরিচালকের গাড়ির কাছে পর্যন্ত পৌঁছে যান ওই যুবক। সেলফি তোলার চেষ্টা করেন। গাড়িতে ওঠার আগে রাজামৌলি ওই যুবককে ধাক্কা মারেন।
View this post on Instagram
বলে রাখা ভালো, প্রথমে ‘বাহুবলী’, তারপর ‘RRR’। দুই সিনেমার জোরেই সারা বিশ্বে খ্যাতি পেয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। তাই তো তাঁর অনুরাগীও বহু। তাই সম্ভবত পরিচালককে চোখের সামনে দেখে সেলফি তোলার ইচ্ছাকে লুকিয়ে রাখতে পারেননি অনুরাগীরা। সে কারণেই হয়তো শোকস্তব্ধ রাজামৌলিকে সেলফি তোলার আবদারে কার্যত উত্যক্ত করে তোলেন তিনি। নেটদুনিয়ার একাংশ অবশ্য রাজামৌলিকে দুষছে। তাঁদের মতে, অনুরাগী সেলফি তুলতে চাইবেন। রাজামৌলির ভালোভাবে বুঝিয়ে বলার দরকার ছিল। তবে রাজামৌলির পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। তাঁদের মতে, ওই অনুরাগীর বোঝা উচিত ছিল এই সময়ে সেলফি তোলার আবদার করা যায় না। কেউ শোকাতুর ব্যক্তির সঙ্গে জোর করে সেলফি তুলতে চাইলে, এমনই পালটা জবাব দেওয়া উচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.