Advertisement
Advertisement

Breaking News

Swara Bhasker

স্বামী ফাহাদকে ‘ফুটপাতের ছাপরি দোকানি’ বলে কটাক্ষ, জাতিবিদ্বেষ নিয়ে গর্জে উঠলেন স্বরা ভাস্কর

মুসলিম ধর্মাবলম্বী স্বামীর উদ্দেশে কটাক্ষ ধেয়ে আসতেই 'রণং দেহি' স্বরা ভাস্কর।

Swara Bhasker slams troll over casteist, classist jibe at husband Fahad Ahmad
Published by: Sandipta Bhanja
  • Posted:August 9, 2025 9:55 am
  • Updated:August 9, 2025 10:45 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক ধরে বলিউডের লাইমলাইট থেকে শতহস্ত দূরে থাকলেও স্বরা ভাস্করকে নিয়ে চর্চার অন্ত নেই! মাঝেমধ্যেই রাজনৈতিক ইস্যুতে মুখ খুলে চর্চার শিরোনামে বিরাজ করেন তিনি। ফাহাদ আহমেদকে বিয়ে করার পর থেকেই একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। কিংবা বেফাঁস মন্তব্যের জেরে কখনও বিপাকে পড়তে হয়েছে স্বরাকে। হিন্দু ধর্মগুরুদের রোষানলেও পড়েছেন অভিনেত্রী। তবে মোক্ষম জবাব দিতে পিছপা হননি। এবারও মুসলিম ধর্মাবলম্বী স্বামীর উদ্দেশে কটাক্ষ ধেয়ে আসতেই সপাটে জবাব দিলেন স্বরা ভাস্কর।

Advertisement

ঠিক কী ঘটেছে? সম্প্রতি টেলিপর্দার রিয়ালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’তে ফাহাদকে যোগ দিয়েছিলেন স্বরা। সেই শোয়েই রাঘব চাড্ডাকে নিয়ে হাজির হন পরিণীতি চোপড়াও। দুই অভিনেত্রীর স্বামীরই রাজনৈতিক পরিচয় রয়েছে। সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত স্বরা নেটপাড়ায় ভাগ করে নিতেই ধেয়ে আসে আক্রমণ। আপ সাংসদ রাঘবের সঙ্গে এনসিপি (শরদ পাওয়ার) নেতা ফাহাদের চেহারার তুলনা টেনে নিন্দুকরা কটাক্ষ করেন। জনৈক নেটিজেন তো আরও একধাপ এগিয়ে স্বরার স্বামীকে ‘ফুটপাতের ছাপরি দোকানি’ বলেও আক্রমণ করেন। বিস্ফোরক সেই টুইটে উল্লেখ, ‘পরিণীতির স্বামী রাঘব তো তাও ঠিক আছে, কিন্তু ডোংরি থেকে ফুটপাতের ছাপরি দোকানি স্বামীকে নিয়ে রিয়ালিটি শোয়ে যোগ দিয়েছেন স্বরা ভাস্কর। পুরো রাস্তার ছেলের মতো দেখতে ফাহাদকে।’ পতির নিন্দে শুনে চুপ থাকেননি অভিনেত্রী। স্বভাবসিদ্ধগতভাবেই গর্জে ওঠেন।

পালটা টুইটে ওই নেটিজেনকে শ্রেণিবৈষম্যমূলক মন্তব্যের জন্য পাঠ দেন। স্বরা লিখেছেন, ‘এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। কিন্তু এটাও জানেন না যে, ‘ছাপরি’ শব্দটা শ্রেণি তুলে কটাক্ষ করার মতো। খুবই নিম্নমানের শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহার করা হয়।’ এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী। ওই টুইটেই অভিনেত্রীর সংযোজন, ‘অবশ্য, ডোংরির ফুটপাতের দোকানি হওয়ার মধ্যেও খারাপ কিছু নেই। জাত্যাভিমানে ভরা মূর্খের দল কোথাকার!’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ