Advertisement
Advertisement

Breaking News

Aamir Khan

‘তারে জমিন পর’ এবার বিনামূল্যে ইউটিউবে, সিক্যুয়েল দেখার আগ্রহ বাড়াতেই কৌশল আমিরের?

কী জানালেন মিস্টার পারফেকশনিস্ট?

Taare Zmin Par releasing on youtube channel

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:June 3, 2025 11:23 pm
  • Updated:June 3, 2025 11:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে আমিরের ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়ার পর তিন বছরের বিরতি নিয়ে ফের নতুন ছবি নিয়ে আসছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘সিতারে জমিন পর’। আমিরের ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল এই ছবি। আজও আমিরের ‘তারে জমিন পর’র গৌরব এতটুকু ম্লান হয়নি। এবার বিনামূল্যে নাকি ইউটিউবেই দেখা যাবে এই ছবি। সিক্যুয়েল দেখার আগ্রহ বাড়াতেই কি নয়া কৌশল নিলেন আমির?

Advertisement

সম্প্রতি এক শো’তে ‘সিতারে জমিন পর’ ছবির প্রচারে এসে আমিরের মুখে শোনা গেল তাঁর সুপারহিট সেই ছবির কথা। শো’য়ের সঞ্চালকের তরফে ‘তারে জমিন পর’ ছবিটি ইউটিউবে দেখানোর আর্জি জানানো হয়। ছবিটি যাতে নিখরচায় সকলে দেখতে পারেন, সেই আবদারই করা হয়। প্রশ্ন করেন, এটা কি ইউটিউব চ্যানেলে আসতে পারে? তখনই এই ছবি ইউটিউব চ্যানেলে স্ট্রিমিংয়ের কথা ভাবেন আমির। অভিনেতা বলেন, “আমি নিজে একটি ইউটিউব চ্যানেল খুলেছি। যার নাম আমির খান টকিজ। সেই চ্যানেলেই এই ছবিটা দেখানো যেতে পারে। আমি আমার টিমের সঙ্গেও কথা বলছি। দর্শকের জন্য কয়েক সপ্তাহ এই ছবিটা দেখানোর ব্যবস্থা করা হোক।” আর এই খবরেই বেজায় খুশি আমির অনুরাগীরা।

তবে আমিরের এহেন সিদ্ধান্ত যে একেবারে ব্যবসার খাতিরেই নেওয়া, সেকথা বলতেও ছাড়ছেন না নিন্দুকরা। কারণ মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছে ‘সিতারে জমিন পর’। আমিরের তুরস্ক সফরের পুরনো ছবি সামনে এনে ছবি বয়কটের দাবিও তুলেছে দর্শকদের একাংশ। শোনা গিয়েছে, সেই ছবিও বড়পর্দার পর আর কোনও ওটিটি প্ল্যাটফর্মে নয় বরং ইউটিউবে দেখা যাবে। তবে বড়পর্দার মতোই খরচ করেই ইউটিউবে তা দেখতে হবে। সে খবরে নারাজ হয়েছিলেন দর্শক। তবে অনেকে মনে করছেন, সেই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘তারে জমিন পর’ দেখিয়ে দর্শকদের মনে সিক্যুয়েলের জন্য আগ্রহ তৈরি করতেই হয়তো এহেন ছক কষলেন মিস্টার পারফেকশনিস্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ