Advertisement
Advertisement
Telugu actor Fish Venkat

৫৩ বছর বয়সেই জীবনের ছন্দপতন, প্রয়াত দক্ষিণী বিনোদুনিয়ার ‘খলনায়ক’

'গব্বর সিং' ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা।

Telugu actor Fish Venkat dies at 53 after battling kidney disease
Published by: Arani Bhattacharya
  • Posted:July 19, 2025 6:51 pm
  • Updated:July 19, 2025 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী বিনোদুনিয়ায় ফের নক্ষত্র পতন। বয়সে প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা ফিশ ভেঙ্কট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বেশ কিছুদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর কিডনি বিকল হয়েছে যা প্রতিস্থাপনের প্রয়োজন। এর জন্য প্রয়োজন একজন কিডনি দাতা। অভিনেতার পরিবারের তরফে চলছিল সেই প্রস্তুতিই। কিন্তু সময় মতো কিডনি দাতা না পাওয়ার কারণে শেষ অবধি বাঁচানো সম্ভব হল না অভিনেতা ফিশ ভেঙ্কটকে। শুক্রবার না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা।

Advertisement

কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ছিল ৫০ লক্ষ টাকা। যা জোগাড় করেছিল অভিনেতার পরিবার। এর আগেই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে অভিনেতার মেয়ে জানিয়েছিলেন যে, “বাবার স্বাস্থ্যের অবস্থা একেবারেই ভালো নয়। খুব সঙ্কটজনক অবস্থায় তিনি আইসিইউতে রয়েছেন। সুপারস্টার প্রভাসের তরফে চিকিৎসা বাবদ এই ৫০ লক্ষ টাকা দেওয়া হবে।” পরে অবশ্য এক সাক্ষাৎকারে অভিনেতার মেয়ে বলেন, “না, প্রভাসের তরফে এরকম কোনও ফোন আসেনি। এটা একটা পুরোপুরি ভুয়ো ফোন ছিল। প্রভাসের টিমের সদস্য পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কেউ কথা বলেছিলেন। প্রভাস নিজেও জানেন না যে এরকম কিছু ঘটেছে বলে।”

অভিনেতা ফিশ ভেঙ্কটের পোশাকি নাম মঙ্গলমপল্লি ভেঙ্কটেশ। তেলেঙ্গানা ভাষায় কথা বলার কারণে তাঁকে ফিশ ভেঙ্কট নামে ডাকা হত। ‘গব্বর সিং’ ছবিতে নজর কেড়েছিলেন। এছাড়াও ‘হিপ্পি’, ‘সুপারস্টার কিডন্যাপ’-এর মত ছবিতেও নজর কেড়েছেন। দক্ষিণী ছবিতে খল চরিত্রে বিশেষভাবে নজর কেড়েছিলেন ফিশ ভেঙ্কট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement