সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ককে সঙ্গী করেই সিনেমা হলে রমরমিয়ে চলছে পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। বক্স অফিসের নিরিখে ইতিমধ্য়েই একশো কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও ‘দ্য কেরালা স্টোরি’র জয়জয়কার। আমেরিকা, কানাডায় দারুণ ব্যবসা করছে এই ছবি। তবে ব্রিটেনে মুক্তি পেয়েও দুম করে বাতিল করা হল দ্য কেরালা স্টোরির সব কটা শো।
জানা গিয়েছে, ব্রিটেনে প্রায় ৩১ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি। অগ্রিম বুকিং শুরু হয়ে যাওয়ার পর আচমকা শো বাতিল করায় দুঃখপ্রকাশ করেছে মাল্টিপ্লেক্সগুলো। এই ছবির প্রদর্শন বাতিলের কারণ জানিয়েছে ব্রিটেনে এই ছবির পরিবেশক টোয়েন্টিফোর সেভেন ফ্লিক্সফরইউ। তাঁদের কথায়, এই ছবি ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন থেকে ছাড়পত্র দিলে তবেই এই ছবি ব্রিটেনে দেখানো সম্ভব হবে। আপাতত, ছাড়পত্রর জন্য অপেক্ষা করা হচ্ছে। ইতিমধ্য়ে অগ্রিম বুকিংয়ের সমস্ত টাকা ফেরত দেওয়া হয়েছে দর্শকদের।
মাত্র ন’দিনে একশো কোটি পার করে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবির আয় ১১২.৯২ কোটি টাকা। ছবির বাজেট ছিল মাত্র ৩০ কোটি টাকা। ফলে বিপুল শাহ প্রযোজিত ছবির লভ্যাংশের পরিমাণ এখনই ২৭৬.৪%। বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্যে নিষিদ্ধ হলেও সারা দেশের ২০০টি স্ক্রিনে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ছবিকে করমুক্ত করে দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.