সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: TikTok নেই, তাতে ক্ষতি কী! এবার ইনস্টাগ্রামের নতুন ফিচার Reels-এ মজলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহান (Nusrat Jahan)। বুধবার সন্ধেবেলাই ইনস্টাগ্রামের এই নতুন ফিচার লঞ্চ হয়েছে। আর তার ঘণ্টাখানেকের মধ্যেই Instagram Reels-এ নতুন ভিডিও করে অনুরাগীদের উপহার দিলেন দুই সাংসদ-অভিনেত্রী। তবে এই তালিকায় কিন্তু নাম লিখিয়েছেন টলিউডের আরেক অভিনেত্রীও। তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সীমান্তে ইন্দো-চিন সংঘর্ষে বিদায় নিতে হয়েছে বেচারা TikTok-কে। ভারতে এই জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর থেকে অনেকেরই যে ঘুম উড়েছে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। অতঃপর টিকটক প্রেমিকদের বেজায় দুঃখ! যেখানে টিকটক ভিডিও করে রাতারাতি জনপ্রিয়তা বাড়ছিল। স্টারসুলভ আচরণে নেটিজেনদের মন মাতিয়ে মোটা অঙ্কের টাকাও উপার্জন হচ্ছিল, সেখানে এমন আর কোন অ্যাপ রয়েছে, যার মজা টিকটকের মতো? TikTok প্রেমীদের সেই জ্বালা জুড়োতেই ভারতের বাজারে এল Instagram Reels। আর দুই সাংসদ-অভিনেত্রী যে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, তা অনেকেরই জানা। তাই ইনস্টাগ্রামের এই নতুন ফিচারের সুযোগের সদ্ব্যবহার করতেও দেরি করলেন না তাঁরা! আর তাতেই নেটিজেনদের একাংশের মত, “তবে টিকটকের দুঃখ ভুলে এবার Instagram Reels- এ মজলেন দুই অভিনেত্রী!”
একদিকে মিমি যখন পোষ্যকে নিয়ে প্রথম Instagram Reels ভিডিওর আনন্দ উপভোগ করলেন, তখন নুসরত ধরা দিলেন জননেত্রীর ভূমিকায়। দুস্থদের সাহায্যের এক ভিডিও প্রকাশ করলেন ইনস্টাগ্রামের এই নতুন ফিচারে। প্রসঙ্গত, TikTok অ্যাপ নিষিদ্ধ হওয়ায় এর আগে সওয়াল করেছিলেন নুসরত। যার জেরে ট্রোলডও কম হননি! অন্যদিকে, শুভশ্রীও তাঁর আদুরে পোষ্যকে নিয়ে Instagram Reels-এর প্রথম ভিডিও করে ফেললেন।
দেখুন Instagram Reels ভিডিওয় অভিনেত্রীদের মজার কর্মকাণ্ড।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.