ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নওয়াজউদ্দিন সিদ্দিকি ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছিলেন নেটফ্লিক্সে ‘সেক্রেড গেমস’-এর হাত ধরে। প্রথম সিজন মুক্তি পায় ২০১৮-য় ৷ দু’বছর পর দ্বিতীয় সিজন। এরপর ডিজিটাল মাধ্যমে ‘রাত অকেলি হ্যায়’, ‘সিরিয়াস ম্যান’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সম্প্রতি ওয়েবদুনিয়ার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিনেতা। একের পর এক ওয়েব ছবিতে অভিনয় করার পরও অভিনেতা ওটিটি প্ল্যাটফর্মের বিষয়ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকী ওয়েব প্ল্যাটফর্মে আর অভিনয় করবেন না বলেও জানিয়েছিলেন এই বলি তারকা। এরপরও তাঁর একাধিক কাজ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এবার তাঁর নতুন ছবি ‘কোস্টাও’-এর ট্রেলার মুক্তি পেল। এই ছবিও মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই। স্বভাবতই নেট নাগরিকরা প্রশ্ন তুলেছেন নওয়াজ কি তাহলে ওটিটিতেই সীমাবদ্ধ থাকবেন?
একসময় নওয়াজউদ্দিন ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, ‘ওটিটি মঞ্চ বাতিল শো-এর ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে। হয় আমাদের এমন শো দেখতে হয়, যা দেখার যোগ্য নয়। নতুবা এমন সিক্যুয়েল, যেখানে নতুন করে কিছু বলার নেই।’ তাঁর আগামী ছবি ‘কোস্টাও’-এর ট্রেলার মুক্তি পেতেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি অভিনেতার নিজের ছবিও সেই তালিকায় পড়ে?
প্রসঙ্গত, জিফাইভ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কোস্টাও’-এর ট্রেলার। ছবিতে নওয়াজকে একজন কাস্টমস অফিসার কোস্টাও ফার্নান্ডেজের ভূমিকায় দেখা যাবে। যিনি একাই গোয়ার সবচেয়ে প্রভাবশালী সোনা পাচারকারি সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। টানটান ট্রেলারে থ্রিল আর সাসপেন্সের চমক। কোস্টাওয়ের চরিত্রে নওয়াজ যেন আগের থেকেও অনেকবেশি ক্ষুরধার। তাঁর সংলাপ, অভিব্যক্তি আর শরীরী ভাষায় পুরনো মেজাজে অভিনেতাকে ফিরে পেয়েছেন দর্শক অনুরাগীরা। নবাগত পরিচালক সেজল শাহ পরিচালিত এই ছবিটি আগামী ১ মে জিফাইভ প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.