সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি কাণ্ড! সুযোগ পেয়ে রাতের অন্ধকারে সোজা শাহরুখের বাড়ি মন্নতের অন্দরে। তাও আবার পাঁচিল টপকে! হ্যাঁ, বৃহস্পতিবার রাতে এমন কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন দুই যুবক। তবে এই দুই শাহরুখের ভক্ত ধরাও পড়েছেন নিরাপত্তারক্ষীদের হাতে। তারপর… সোজা শ্রীঘরে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার একটু বেশি রাতে মন্নতের পিছন দিকের পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েন দুই যুবক। ঘাপটি মেরে বসেও থাকেন অনেকক্ষণ। তবে বেশিক্ষণ আর চুপটি করে বসে থাকতে পারেননি তাঁরা। সিসিটিভি ক্য়ামেরায় এই দুই যুবকের ছবি ফুটে উঠতেই নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন।
জানা গিয়েছে, এই দুই যুবক শাহরুখের অন্ধভক্ত। একবার তাঁদের প্রিয় নায়কের দর্শন পাওয়ার জন্য কান্নাকাটিও করতে থাকেন। তবে সে সাধ মেটেনি তাঁদের। বরং নিরাপত্তারক্ষীদের হাতে পড়ে সোজা হাজতে যেতে হয়। অন্য়দিকে, খবর অনুযায়ী, ‘জওয়ানে’র শুটিংয়ের জন্য শাহরুখ সেদিন ভোরবেলায় বাড়ি ফেরেন। তিনি অবশ্য তাঁর এই দুই জবরা ফ্য়ানের কাণ্ড সম্পর্কে কিছুই জানেন না।
এমনিতেই লুকিয়ে আলিয়া ভাটের (Alia Bhatt) ছবি তোলার কারণে উত্তাল বলিউড। পাপারাৎজ্জিদের উপর একেবারে খেপে আছেন বলি তারকারা। তার উপর এবার শাহরুখের বাড়ির এই কাণ্ড নিয়ে রীতিমতো শোরগাল বলিপাড়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.