Advertisement
Advertisement
করোনা আতঙ্ক

করোনা আক্রান্ত হয়ে অনুষ্ঠানে যোগদান! কণিকা কাপুরের বিরুদ্ধে দায়ের FIR

কণিকার সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে ও তাঁর ছেলে।

Up police Lodge Cases against singer Kanika Kapoor
Published by: Sucheta Chakrabarty
  • Posted:March 21, 2020 8:58 am
  • Updated:March 21, 2020 8:58 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে ত্রস্ত বিশ্ব। এরই মাঝে করোনার সংক্রমণ নিয়ে লখনউয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ ওঠে বলিউডের গায়িকা কণিকা কপুরের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। একটি মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে যেখানে ভয়ে কাঁটা গোটা বিশ্ব সেখানে এই সংক্রমণ নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ায় গায়িকার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে সকলের মধ্যে।

Advertisement

মহামারি করোনার আতঙ্কে ভীত সকলেই। কী করি কী না করি এই দোলাচলেই আটকে মানুষ। তবে সামান্য জ্বর, সর্দি, কাশির মত উপসর্গ দেখা দিলেই যে মানুষ ডাক্তারের কাছে ছুটছেন সেই নজিরও কম নয়। সেখানে বলিউডের বিখ্যাত গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে একটি অনুষ্ঠানে হাজির থাকার অভিযোগ ওঠে। ফলে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। পুলিশের কাছে কণিকা কপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লখনউয়ের এক স্বাস্থ্য আধিকারিক। জানা যায়, কণিকা কপুরের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে ও তাঁর সাংসদ পুত্র দুষ্মন্ত সিং। তবে সচেতনতার স্বার্থে তাঁরা অবশ্য নিজেদের সেল্‌ফ কোয়ারেন্টাইনে রেখেছেন।

তবে সমস্যার বিষয় হল, দুষ্মন্ত সিং এরই মাঝে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ অনেকের সঙ্গেই সাক্ষাৎ করেন। ফলে কণিকা কপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকে নিজেদের গৃহবন্দি করে হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন সকলেই। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের সমস্ত কাজ বাতিল করে দিয়েছেন। বাকি রাজনৈতিক ব্যক্তিত্বরা যাঁরা সেদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন, এমনকি পরে দুষ্মন্তের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরাও আতঙ্কে সেল্‌ফ কোয়ারেন্টাইনের পথ বেছে নিয়েছেন। এরই মাঝে সকলকে আশ্বস্ত করতে টুইট করেন বসুন্ধরা রাজে জানান, “সেদিনের অনুষ্ঠানের পর আমরা সকলেই কোয়ারেন্টাইনে রয়েছি। তবে আমাদের শরীরে এখনও কোনও উপসর্গ দেখা যায়নি।”

[আরও পড়ুন: করোনা মোকাবিলায় ৩১ মার্চ পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের এক সপ্তাহ অন্তর হাজিরা]

কণিকা কপুর নিজে করোনায় আক্রান্ত এটা না জানলেও কিছু উপসর্গ দেখে তাঁর সচেতনতা অবলম্বন করা উচিত ছিল বলেই দাবি নেটিজেনদের একাংশের। গায়িকার এহেন দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষুব্ধ তাঁর ভক্তরাও। যেখানে এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা দিন-রাত এক করছেন, সেখানে এত নির্দ্বিধায় গায়িকার কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্তকে মোটেই বীরত্বের কাজ বলে মনে করছেন না ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্ত আরও এক, হাবড়ার বাসিন্দার দেহে মিলল জীবাণু]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ