Advertisement
Advertisement
Vicky Kaushal

বালি মাফিয়াদের খপ্পরে ভিকি কৌশল! কোন গোপন কম্মটি করতে গিয়ে ফেঁসেছিলেন?

অভিনেতা নিজেই ফাঁস করেছেন তথ্য।

Vicky Kaushal recounted harrowing encounter with the sand mafia

ছবি ফাইল

Published by: Suparna Majumder
  • Posted:July 23, 2024 4:05 pm
  • Updated:July 23, 2024 4:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ব্যাড নিউজ’ সিনেমা যতোই সমালোচিত হোক ভিকি কৌশল নিজগুণে নজর কেড়ে নিয়েছেন। এমন অভিনেতাকেই বালি মাফিয়াদের খপ্পরে পড়তে হয়েছিল। ইউটিউবার তন্ময় ভাটকে সাক্ষাৎকার দিতে গিয়ে খোদ ভিকিই জানিয়েছেন এই কথা।

Advertisement

Vicky

ঘটনা ভিকির (Vicky Kaushal) কেরিয়ারের একেবারে শুরুর দিকের। সেই সময় অনুরাগ কশ্যপ পরিচালিত ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন তিনি। অবৈধ বালির কারবার শুটিং করতে গিয়েছিলেন তাঁরা। ভিকি জানান, বিষয়টাতে তিনি বেশ অবাক হয়েছিলেন। চোখের সামনে এমনভাবে সমস্ত কাজ হচ্ছিল। মনেই হচ্ছিল না যে কোনও বেআইনি কাজ চলছে।

[আরও পড়ুন: ‘প্রাক্তন প্রেমিক’ হইতে সাবধান! রণজয়কে কি বিঁধলেন সায়ন্তনী? পোস্টে ‘লাভ’ সোহিনীর]

প্রায় ৫০০ ট্রাক দাঁড়িয়েছিল ওই এলাকায়। গোপনেই ভিকিরা সমস্ত কিছু রেকর্ড করছিলেন। আচমকা কিছু মানুষ চলে আসেন। ক্যামেরাপার্সনকে সপাটে চড় কষান। কেড়ে নেন ক্যামেরা। তা ভেঙে দেওয়ার হুমকিও দেন। প্রায় মার খাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। কোনওমতে তাঁরা পালাতে সক্ষম হন বলে জানান ভিকি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

পরিচালক অনুরাগকে নিজের মেন্টর মনে করেন ভিকি। তাঁর কাছ থেকেই সিনেমার কাজ শিখেছেন। ‘মনমর্জিয়া’ ছবির সাফল্যও অনুরাগের হাত ধরেই। আগামীতে ভিকির হাতে রয়েছে ‘ছাবা’। এই ছবিতে ছত্রপতি শাম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে তাঁকে। চরিত্রের জন্য নিজের লুক পালটে ফেলেছিলেন ভিকি। প্রায় ২৫ কিলো ওজন বাড়নোর পাশাপাশি লম্বা দাড়িও রেখেছিলেন অভিনেতা। এখন অবশ্য সেই দাড়ি ভিকি কেটে ফেলেছেন। তবে ‘বিয়ার্ড লুক’ তিনি রেখে দিয়েছেন।  যা দেখে মুগ্ধ অনুরাগীরা।

 

[আরও পড়ুন: ক্যামেরার সামনেই উদ্দাম যৌনতা! ‘বিগ বস’-এর ‘অশ্লীল’ ভিডিওয় ক্ষিপ্ত শিব সেনা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ