Advertisement
Advertisement
Vicky Kaushal

‘ছাবা’র সেটে রাতভর ভিকি কৌশলকে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরিচালক, কেন এমন ‘নির্যাতন’?

যার জেরে এক-দেড় মাস ভুগতে হয় ভিকিকে। কী ঘটেছিল?

Vicky Kaushal was tied up all night for Chhaava torture scene

শুটিংয়ের নানা মুহূর্তের কথা শুনিয়েছিলেন পর্দার সম্ভাজি।

Published by: Sandipta Bhanja
  • Posted:February 6, 2025 2:07 pm
  • Updated:February 6, 2025 2:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ‘ছাবা’র ট্রেলারে ভিকি কৌশলকে (Vicky Kaushal) দেখে মুগ্ধ দর্শক-অনুরাগীরা। তবে এই সিনেমার শুটিংয়ে ক্যামেরার নেপথ্যের কাহিনি জানলে গায়ে কাঁটা দেবে! ‘ছাবা’র (Chhaava) সেটে রাতভর ভিকিকে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরিচালক লক্ষ্মণ উতরেকার। ফলস্বরূপ অভিনেতার এমন মারাত্মক অবস্থা হয়, যার জেরে এক-দেড় মাস ভুগতে হয়েছিল তাঁকে। শুটিংও করতে পারেননি।

Advertisement

অভিনেতার উপর কেন এমন ‘নির্যাতন’? আসলে যে কোনও চরিত্র আত্মস্থ করতে ম্যাথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী ভিকি কৌশল। ‘ছাবা’র সেটেও এমন এক মারাত্মক কাণ্ড ঘটে, যা তাঁর অভিনয়ের প্রতি নিষ্ঠার নিদর্শন। নেপথ্যের কাহিনি জানলে অভিনেতাকে কুর্নিশ জানাতে মন চাইবে। ঠিক কী ঘটেছিল? জানালেন পরিচালক লক্ষ্মণ। সম্ভাজির উপর মারাত্মক নির্যাতন হচ্ছে, এমন এক দৃশ্যের শুটিং ছিল। আর সেই দৃশ্যেই ভিকির চোখেমুখে আর্তি, কষ্টের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে রাতভোর দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাঁকে। পরদিন ভোরে যখন দড়ি খোলা হয়, দেখা যায় ভিকি কৌশলের দু হাত তখন অবশ হয়ে পড়েছে। কিছুতেই হাত নিচে নামাতে পারছেন না। শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে অভিনেতার হাতে এমন চোট লাগে যে, আগামী এক-দেড় মাস শুটিং পিছিয়ে যায়।

Chhaava Teaser: Vicky Kaushal Goes on a Bloodbath as Chhatrapati Sambhaji Maharaj

লক্ষ্মণ উতরেকর জানালেন, সম্ভাজি মহারাজের উপর নির্যাতনের দৃশ্যের শুটিং করতে গিয়ে আমাদের পুরো শিডিউলটাই ঘেঁটে যায়। ভিকি কৌশল সেরে ওঠা পর্যন্ত আমাদের এক-দেড় মাসের বিরতি নিতে হয়। ফলে সেটও ভেঙে দিতে হয়েছিল। শুধু তাই নয়, ওই নির্যাতনের দৃশ্যের শুটিংয়ের নেপথ্যে আরও এক চমকপ্রদ তথ্য রয়েছে। ঠিক যে দিনটিতে সম্ভাজি মহারাজ নির্যাতিত হয়েছিলেন, ইতিহাসের পাতায় যে তারিখ উল্লেখ রয়েছে, দেখা যায় ঠিক সেই দিনটিতেই ভিকি কৌশল সেটে সংশ্লিষ্ট দৃশ্যের শুটিং করেন বিরতির পর। পরিচালকের কথায়, কাকতালীয় হলেও সত্যি। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ছাবা’। তার প্রাক্কালেই একথা ফাঁস করলেন লক্ষ্মণ উতরেকর।

ছত্রপতি শিবাজি মহারাষ্ট্রের আবেগ। এবার তাঁর পুত্রের গৌরবময় রাজ্যপাটের কাহিনি যখন পর্দায় প্রথমবার ফুটে উঠবে, তখন তার উপর যে আতসকাচ থাকবে, সেটাই স্বাভাবিক। সম্প্রতি ‘জয় ভবানী’ ধ্বনিতে ‘ছাবা’র ট্রেলার (Chhaava Trailer) প্রকাশ্যে নিয়ে এসেছিন ভিকি কৌশল। সেখানেই দেখা গেল সম্ভাজির সেই তেজ। যেখানে একা হাতে তাঁকে শত্রুদমন করতে দেখা গেল। এই সিনেমার জন্য ২৫ কিলো ওজন বাড়িয়ে তিনি যে কসরত করেছিলেন, তা যে বড়পর্দায় বিফলে যাবে না, তার ইঙ্গিত মিলল পয়লা ঝলকেই। ভিকি অনুরাগীরা বলছেন, “গায়ে কাঁটা দিচ্ছে।” ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ। সম্ভাজির স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায় নজর কাড়লেন রশ্মিকা মন্দানা। এই পিরিয়ড ড্রামা যে বলিউডের বক্স অফিসে বড় জোয়ার আনতে পারে, সেটা ট্রেলারেই হুঙ্কার দিয়ে গেল। অন্যদিকে ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না আরও বেশি আলোড়ন ফেলে দিয়েছেন। যেশুবাঈয়ের ভূমিকায় অভিনয় করার পর রশ্মিকা মন্দানা বলছেন, “এর পর সিনেমা থেকে বিদায় নিলেও আর কোনও আক্ষেপ থাকবে না, এমন একটা চরিত্রে অভিনয় করেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ