Advertisement
Advertisement
Victor Banerjee Shiboprosad Mukherjee

‘রক্তবীজ ৩ লকড!’ ভিক্টর-আবিরের হাত ধরে দুই প্রজন্মের গল্প বোনার আশ্বাস শিবপ্রসাদের

পঁচিশেই ছাব্বিশের পুজোর পর্দা কাঁপানোর প্ল্যান?

Victor Banerjee to star again in Nandita-Shiboprosad's film
Published by: Sandipta Bhanja
  • Posted:September 13, 2025 1:57 pm
  • Updated:September 13, 2025 3:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রক্তবীজ’ এবং ‘রক্তবীজ ২’-এর পর আবারও নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়! শুক্রবারই পুজো রিলিজের প্রচারে শহর কলকাতায় পা রেখেছেন প্রবীণ অভিনেতা। শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে টানা তাঁর সাক্ষাৎকার শিডিউল রয়েছে। তার ঠিক আগমুহূর্তেই ভিক্টরের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন শিবপ্রসাদ-আবির। আর সেই ফ্রেমই যেন এক ‘মাহেন্দ্রক্ষণে’র সাক্ষী থাকল। কেন? কারণ প্রবীণ অভিনেতার কাছে আগামী ছবিতে অভিনয়ের আবদার রাখলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Advertisement

Raktabeej 2 based on Pranab Mukherjee's 2013 Bangladesh tour

তাহলে কি ‘রক্তবীজ ৩’ লক্ড? পর্দার ‘পুলু’র কাছে তেমন ইচ্ছেই প্রকাশ করেন পরিচালক। পাশে বসা আবির চট্টোপাধ্যায়ের চোখেমুখেও তখন একরাশ উচ্ছ্বাস। কিন্তু ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘আবার রক্তবীজ?’ এরপরই আসল বোমাটা ফাটালেন শিবপ্রসাদ! পরিচালকের প্রস্তাব, “তাহলে অন্য কোনও গল্প। এবার না-হয় দুই প্রজন্মকে নিয়ে গল্প বুনব।” তাতে অবশ্য অমত করেননি ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেই ছবিতে থাকছেন আবির চট্টোপাধ্যায়ও। অতঃপর দুই প্রজন্মের গল্পের ‘মুখ’ যে দুই তারকা হতে চলেছেন, সেটা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। পঁচিশেই কি তাহলে ছাব্বিশের পুজোর পর্দা কাঁপানোর ছক কষে ফেললেন শিবপ্রসাদ? সেই উত্তর সময়ের গর্ভে। কারণ আপাতত তাঁরা ব্যস্ত ‘রক্তবীজ ২’-এর প্রচারে।

প্রসঙ্গত, তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দা কাঁপানোর জন্যেও প্রস্তুত টিম ‘রক্তবীজ ২’। ইতিমধ্যেই সিনেমার টিজার, গানের ঝলক সাড়া ফেলে দিয়েছে নেটভুবনে। গতবার বাংলার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকমহলেও ‘রক্তবীজ’-এর উন্মাদনার বীজ বপন করেছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। সিক্যুয়েলের ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তেমন পূর্বাভাসই পাওয়া গিয়েছে imdb-র বহু প্রতীক্ষিত ভারতীয় সিনেমার তালিকায়। যেখানে টলিউডের বাকি তিন পুজো রিলিজকে টেক্কা দেওয়ার পাশাপাশি একযোগে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি এবং বলিউডকেও দৌড়ে পিছনে ফেলে দিয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীদের ছবি। তালিকার শীর্ষে রয়েছে ‘রক্তবীজ ২’-এর নাম। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ