সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও চুমু, কখনও খোলামেলা পোশাকে যাত্রী। বার বার শিরোনামে উঠে আসে দিল্লি মেট্রোর কাণ্ড। তবে এবার শুধু দিল্লি মেট্রোই নয়, বরং বহুদিন বাদে খবরে এলেন বলিউডের ববি ডার্লিং। তাও আবার দিল্লি মেট্রোতে সহযাত্রীকে মারধরের জন্য খবরে এলেন ববি।
শুক্রবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গিয়েছে, মেট্রোর ভিতর হঠাৎই এক যুবকের উপর চড়াও হলেন ববি। যুবককে ধরে মারধরও করেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Kalesh b/w Bobby Darling and a Guy inside Delhi metro over little issue
— Ghar Ke Kalesh (@gharkekalesh)
বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন ববি। বিগ বসেও দেখা গিয়েছিল তাঁকে। ২০১৫ সালে ব্যাংককে লিঙ্গ পরিবর্তন করান ববি ডার্লিং। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন ভোপালের ব্যবসায়ী রমনিককে। বিচ্ছেদ চাইলেন প্রায় দেড় বছরের মাথাতেই। মিউচুয়াল ডিভোর্সই চান ববি। তবে নিজের যাবতীয় সম্পত্তি ফেরত পেয়ে তবেই বিচ্ছেদে সায় দেবেন বলে জানিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.