Advertisement
Advertisement

Breaking News

SRK Salman Aamir

সৌদি আরবে ‘আমিরি চালে’ শাহরুখ-সলমন, খান সাম্রাজ্যের ‘মধ্যমণি’কে নিয়ে তোলপাড় নেটভুবন

কোটি টাকার ফ্রেমে 'মহাগঠবন্ধন'-এর স্বপ্ন দেখছেন ভক্তরা!

YouTuber MrBeast meets SRK, Salman, Aamir in Riyadh
Published by: Sandipta Bhanja
  • Posted:October 17, 2025 1:22 pm
  • Updated:October 17, 2025 1:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ, সলমন, আমির- তিন খানকে একফ্রেমে দেখলেই পর্দায় ‘মহাগঠবন্ধন’-এর স্বপ্ন দেখে অনুরাগীকুল। বলিউডের খান সাম্রাজ্যের তিন প্রতিনিধি। একে-অপরের দারুণ বন্ধু তাঁরা। দুর্দিনেও পাশে থাকেন। এবার সৌদি আরব থেকে একফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন সুপারস্টার খান। তবে নজর কাড়লেন সেই ফ্রেমে তাঁদের মধ্যমণি। যাঁকে ঘিরে আপাতত উত্তাল নেটপাড়া। অনুরাগীরা বলছেন, ‘এ তো বহুমূল্য ছবি!’

Advertisement

আসলে সৌদি আরবের রিয়াধে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শাহরুখ, সলমন, আমির। সেখান থেকেই নেটভুবনে ছড়িয়ে পড়েছে একটি ছবি। কিন্তু কে সেই মধ্যমণি, যাঁকে নিয়ে এত চর্চা? তিনি মার্কিন মুলুকের সেলেব ইউটিউবার ‘মিস্টার বিস্ট’ জিম্মি ডোনাল্ডসন। তিনিই তবলিউডের সুপারস্টার তিন খানকে একফ্রেমে ধরেছেন নিজের সঙ্গে। আর সেই ছবি পোস্ট করেই তাঁর ভারতীয় অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ালেন। ‘মিস্টার বিস্ট’-এর প্রশ্ন, ‘হ্যালো ভারত, এবার কি আমাদের একসঙ্গে কিছু করা দরকার?’ আর তাতেই বিপুল সাড়া পেয়েছেন সেলেব মার্কিনি ইউটিউবার। নেটভুবনের একাংশ আগ্রহ প্রকাশ করেছেন অতি সত্ত্বর তিন খানের সঙ্গে তাঁর আড্ডা দেখার জন্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

ভাইরাল ওই ছবিতে দেখা গেল, রং মিলান্তি কালো স্যুটে শাহরুখ-আমির। তবে সলমন বেছে নিয়েছেন ধূসর রঙের কোট-প্যান্ট। আর তাঁদের সঙ্গে ‘মিস্টার বিস্ট’কে দেখা গেল সাদামাটা পোশাকে। শেষবার আমির খানের সিতারে জমিন পর-এর স্পেশাল স্ক্রিনিংয়ে তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছিল। এবার রিয়াধ থেকে ভাইরাল ব্লকবাস্টার ছবি। যা দেখে ‘মিস্টার বিস্ট’-এর কাছে পডকাস্টের বিশেষ পর্বের অনুরোধ জানিয়েছেন অনুরাগীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ