সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পীর মৃত্যু হয় কিন্তু তাঁর শিল্পের নয়। এই প্রমান যেন আর একবার দিয়ে গেলেন সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ভাষায় তৈরি কয়েক হাজার গান। তবে এবার গান নয় বরং জুবিন পরিচালিত ছবি পর্দায় মুক্তি পাওয়ার অপেক্ষা।
সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, নিজের নতুন ছবির কাজ নিয়ে নাকি ভীষণ উৎসুক ছিলেন গায়ক। জুবিনের স্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন গায়ক-স্বামী জুবিনের ছবি ‘রোই রোই বিনালে’র বাকি থাকা কাজ শেষ করাই এখন স্ত্রী হিসেবে তাঁর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আগামী ৩১ অক্টোবর এই ছবি মুক্তির দিন নির্ধারিত হয়েছিল। ওই দিনেই ছবিটি মুক্তি পাবে। সংবাদমাধ্যমে জুবিন-জায়া গরিমা জানিয়েছেন, “জুবিন এই ছবির বিষয়ে ভীষণই উৎসাহী ছিল। এটা তাঁর শেষ মিউজিক্যাল ছবি। ও এই ছবি নিয়ে অনেক পরিকল্পনা করেছিল। তাই আমরা এখন ওর শেষ না হওয়া এই কাজ শেষ করতে চাই যতটা তাড়াতাড়ি শেষ করতে চাই।”
View this post on Instagram
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিন গর্গের। গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। শনিবার, ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সব শেষ! যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে! তবে জানা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.