সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্লোবালাইজেশন বোধহয় একেই বলে! বলিউডের তালে যখন কোমর দোলাতে হয় হলিউডকে। তাও আবার সম্পূর্ণ দেশি স্টাইলে, লুঙ্গি জড়িয়ে। তারকাও যেমন তেমন নন, xXx: The Return of Xander Cage-এর খ্যাত ভিন ডিজেল। ভিনের এই দেশি অবতারের যাবতীয় ক্রেডিট প্রাপ্য বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনের।
দেখুন বলি-হলির মিশেলে এই অভিনব ‘লুঙ্গি ডান্স’।
সৌজন্যে – মুভি টকিজ ডট কম
গোল্ডেন হট গাউনে নিজের হলিউড কো-স্টারকে নিয়ে মুম্বইতে প্রচারে এসেছিলেন দীপিকা। সঞ্চালকের আবদার দু’জনকে রাখতেই হয়। হাসিমুখেই অনুরাগীদের আবদার মেটান দুই তারকা। সেই সুবাদেই এই বিরল মুহূর্তের সাক্ষী থাকল বলিউড।
শুটিংয়ের সময় থেকেই বেশ ভালই বন্ধুত্ব হয়ে গিয়েছে বলিউড সুন্দরী ও হলিউডের অ্যাকশন সুপারস্টারের। শোনা গিয়েছে, নিয়মিত যোগাযোগ রাখেন তাঁরা। মূলত দীপিকার প্রভাবেই নাকি ভিন প্রথমবার ভারতের এসেছেন নিজের ছবি প্রচার করতে।
আরও পড়ুন –
বিকিনি আর বেবি বাম্পে ইনস্টাগ্রাম মাতালেন এই অভিনেত্রী
বিগ বসের ঘরে বানী-লোপার ‘রিয়েল দঙ্গল’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.