Advertisement
Advertisement

Breaking News

shashi tharoor

প্রকাশিত শশী থারুরের নতুন বই ‘দ্য লেস ইউ প্রিচ দ্য মোর ইউ লার্ন’, কলকাতা এসে কী বললেন লেখক?

শশী থারুরের সঙ্গে এই বইটি লিখেছেন জোসেপ জাকারিয়াও।

Dr. Shashi Tharoor Introduces "The Less You Preach The More You Learn"| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 20, 2023 7:05 pm
  • Updated:November 20, 2023 7:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল প্রখ্য়াত লেখক, রাজনীতিবিদ ড: শশী থারুরের নতুন বই ‘দ্য লেস ইউ প্রিচ দ্য মোর ইউ লার্ন’। শনিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল এই বই প্রকাশ অনুষ্ঠান। শশী থারুরের সঙ্গে এই বইটি লিখেছেন জোসেপ জাকারিয়া।

Advertisement

শশী থারুরের লেখা বই প্রথম থেকেই পাঠকদের ভাবনাকে উসকে দেয়। তিনি যেভাবে দেশ,কাল, রাজনীতিকে পাঠকের কাছে তুলে ধরেন তা সত্যিই তুলনাহীন। তাঁর এই নতুন বইও এর ব্যতিক্রম নয়। কলকাতায় তাঁর নতুন বই প্রকাশ করে আপ্লুত শশী। কথায় কথায়, এই তিলোত্তমাকে ভালোবাসার কথা জানালেন শশী। 

[আরও পড়ুন: নজরুলকে নিয়ে ‘ইয়ার্কি’ সহ্য করবে না বাঙালি! ‘কারার ঐ লৌহ কপাট’ নিয়ে বিতর্ক তুঙ্গে]

লেডিজ স্টাডি গ্রুপ ও প্রভা খৈতানের উদ্য়োগে আয়োজিত শনিবার এই বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন লেডিজ স্টাডি গ্রুপের গভর্নিং বডির সদস্য় প্রীতি কাপুর, অনুরাধা কানোরিয়া, বুক ক্লাব প্রেসিডেন্ট অভিলাসা সেথিয়া, বিশেষ অতিথি পরিচালক গৌতম ঘোষ। উপস্থিত ছিলেন শেফালি রাওয়াত আগরওয়াল, বাসবি ফ্রেজার, অনিন্দিতা চট্টোপাধ্য়ায়ের মতো ব্যক্তিত্বরা। গৌতম ঘোষ এবং সঙ্গীতা দত্তর হাতে প্রকাশ পেল শশী থারুরের এই বই। এই অনুষ্ঠান বইয়ের কিছুটা অংশ পড়েও শোনালেন থারুর।

[আরও পড়ুন: বিহারের মুখ্যমন্ত্রীকে খাবারে বিষ মিশিয়ে খুনের ছক! নেপথ্য কারা?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ