Advertisement
Advertisement

Breaking News

ফের সত্যাণ্বেষীর ছায়া বড় পর্দায়, পুজোতে আসছে অরিন্দমের ‘ব্যোমকেশ গোত্র’

ফিরছে অরিন্দম-আবির যুগলবন্দি।

Here goes the First Look Poster of arindam Sil's Byomkesh Gotro
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2018 1:31 pm
  • Updated:January 11, 2018 1:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার আসছে ব্যোমকেশ। সত্যাণ্বেষী হয়ে ফিরছেন আবির চট্টোপাধ্যায়। রহস্যের ঝাঁপি নিয়ে আরও একবার ক্যামেরার পিছনে অরিন্দম শীল। এবার পুজোতই মুক্তি পাবে অরিন্দমের ব্যোমকেশ সিরিজের পরবর্তী ছবি ‘ব্যোমকেশ গোত্র’। সম্প্রতি মুক্তি পেল ছবির ফার্স্ট লুক।

Advertisement

‘কেসরি’তে পরিণীতির নাম ঘোষণা করতে গিয়ে এ কী করলেন করণ? ]

বছর কয়েক আগের কথা। তখন অঞ্জন দত্তর ব্যোমকেশ ছিলেন আবির চট্টোপাধ্যায়। এদিকে সন্দীপ রায়ের ফেলু মিত্তিরও হয়েছিলেন তিনি। বাঙালির অন্যতম দুই প্রিয় গোয়েন্দা চরিত্র হয়ে একাই আসরে ছিলেন এই প্রজন্মের অন্যতম মেধাবী এই অভিনেতা। পরবর্তীকালে ব্যোমকেশ হিসেবে অঞ্জন বেছে নেন যিশু সেনগুপ্তকে। এদিকে নিজের ব্যোমকেশ সিরিজের ছবির জন্য অরিন্দম শীল আবিরকেই মনোনীত করেন। ফলে ব্যোমকেশ এক হলেও বাঙালির কাছে এখন সে চরিত্রের চেহারা দু’রকম। একদিকে যিশু, অন্যদিকে আবির। অঞ্জনের ব্যোমকেশ হয়ে যিশু সেনগুপ্ত ইতিমধ্যেই মাতিয়ে দিয়েছেন। সমালোচকধন্য তো বটেই, বক্স অফিসেও ভাল ব্যবসা করেছে। তবে আবিরভক্তরাও নিরাশ হননি। ব্যোমকেশ হিসেবে ভাগ্যিস তাঁকে ফিরিয়ে এনেছিলেন অরিন্দম। ফলে মেধাবী এক চরিত্রে দক্ষ এক অভিনেতাকে দেখার সাধ থেকে বঞ্চিত হতে হয়নি তাঁদের। আরও একবার সেই সুযোগ আসছে। পুজোতেই মুক্তি পাবে ব্যোমকেশকে নিয়ে অরিন্দম শীলের নয়া ছবি।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রক্তের দাগ অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি। ফার্স্ট লুকেও রয়েছে সেই ছোপ। সঙ্গে ব্যোমকেশের সিগনেচার সেই চশমা। যা দেখে বাঙালি দর্শক মাত্রই চিনে নিতে পারবেন এ ছবির নায়কও আবির। সব মিলিয়ে প্ল্যাটফর্ম তৈরি। এবার শুধু দিন গোনা। পুজোয় উৎসবমুখর বাঙালির অন্যতম আকর্ষণ সিনেমা দেখা। নয়া এই ঘোষণাতেই যেন সে ঢাকে কাঠি পড়ে গেল।

রামুর হাত ধরে এবার বলিউডে পা রাখছেন আরও এক বিখ্যাত পর্নস্টার ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস