Advertisement
Advertisement

Breaking News

এটাই কি অক্ষয় কুমার পরিচালিত প্রথম ছবি?

এক্সক্লুসিভ শুটিং স্টিল-সহ ভিডিওয় দেখে নিন অক্ষয়ের পরিচালক সত্ত্বার সাতকাহন!

Is This Akshay Kumar’s Directorial Debut?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 5:18 pm
  • Updated:October 27, 2020 8:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই নানা সময় জানতে চেয়েছেন তাঁর কাছে- তিনি কি কোনও দিন ছবি পরিচালনায় হাত দেবেন? প্রত্যেক বারেই অক্ষয় কুমারের জবাব ছিল একটাই- এরকম কিছু ভাবলেই তিনি ঠিক সময়ে সেই খবর ফাঁস করবেন!

Advertisement

akshaykumar1_web
কার্যত দেখা গেল নায়ক কথা রাখেননি। তিনি ছবি পরিচালনা করলেন। কিন্তু সেই কথা পরিচালনার সময় কেউ টেরটিও পেল না। জানাজানি হল একেবারে মুক্তির পর!

akshaykumar2_web
তা, পরিচালক হিসেবে অক্ষয় কেমন? দেখা যাচ্ছে, ভীষণই খুঁতখুঁতে। অনবরত অভিনেতা-অভিনেত্রীদের তিনি বকাঝকা করেন, পান থেকে চুন খসলেই শুরু হয় চিৎকার! এমনকী, স্টাইলিস্টদের উপরেও ভরসা করেন না পরিচালক অক্ষয়। দরকার মতো নিজেই সাজগোজ করিয়ে দেন অভিনেতাদের।
বিশ্বাস হচ্ছে না তো? নিচের এই ভিডিওয় তাহলে দেখে নিন অক্ষয়ের পরিচালক সত্ত্বার সাতকাহন!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস