Advertisement
Advertisement

Breaking News

স্রেফ চুইংগাম দিয়েই শত্রুদমনের ফর্মুলা এবার চোখের সামনে!

দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে!

Minions, Gru, Lucy And Their Children Back In Despicable Me 3 Trailer With A Nefarious Villain
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 4:52 pm
  • Updated:December 15, 2016 4:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম তারা দেখা দিয়েছিল ২০১০ সালে। সুপারভিলেন গ্রু আর তার মিনিয়নদের দলবলকে সেই সময় ডেসপিকেবল মি ছবিতে সৎ পথে এনে ছেড়েছিল তিন অনাথ বোন- মার্গো, এডিথ আর অ্যাগনেস। তার পরে গ্রুর এক ভাল বাবা হয়ে উঠতে বেশি সময় লাগেনি। ওই তিন মেয়েকে দত্তক নিয়ে অপরাধ জগতকে বিদায় জানিয়েছিল গ্রু!

Advertisement
despicableme3b_web
অপরাধী দমনের মিশনে গ্রু আর লুসি

কিন্তু, ২০১৩ সালে নিয়তির পরিহাসে চাকাটা একটু ঘুরে যায় ডেসপিকেবল মি ২ ছবিতে। সেখানে গ্রু প্রেমে পড়ে লুসি নামে এক সিক্রেট এজেন্টের। দুজনে মিলেই এক দুঁদে অপরাধীকে ধরার অপারেশন চালায়। গ্রু আবার ফিরে আসে তার আগের ফর্মে। তবে, এবার জগতের ভালর জন্য! ওই যে, বিষেই বিষক্ষয় হয়!

despicableme3a_web
দুঁদে ভিলেন বালথাজার ব্র্যাট

সেই সব পেরিয়ে এসে এবার ২০১৬ সালে চোখের সামনে এল ডেসপিকেবল মি ৩-এর প্রথম ট্রেলার। ফিরে এল সপরিবার গ্রু। এবারেও তার কাজ একই- এক ডাকসাইটে অপরাধী, যে এক মূল্যবান গোলাপি হিরে চুরি করে ফেরার, তাকে ধরা এবং বলাই বাহুল্য হিরে উদ্ধার করা! সেই অপরাধীর নাম বালথাজার ব্র্যাট। তার প্রধান হাতিয়ার চুইংগাম। শখ সব সময়েই নাচা!

despicableme3c_web
খোশমেজাজে মিনিয়নরা

এহেন অপরাধীকে কীভাবে নাকাল করল গ্রুসি? মানে, গ্রু আর লুসি? সে রহস্য ফাঁস হবে ২০১৭ সালের ৩০ জুন প্রেক্ষাগৃহে। আপাতত নিচের ভিডিওয় রইল ছবির কয়েক ঝলক! দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে! তবে একটাই যা দুঃখের ব্যাপার- ট্রেলারের একেবারে শেষে গিয়ে দেখা গেল দুই মিনিয়নকে। তবে মার্গো, এডিথ আর অ্যাগনেসের দেখা কিন্তু মিলল না। দেখা পাওয়া গেল না ডক্টর নেফারিওরও! তিনিই তো গ্রুর সকল কাজের কাজি! আশা করাই যায়, দ্বিতীয় ট্রেলারে সবার দেখা মিলবে! ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ছবির ট্রেলারে!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস