Advertisement
Advertisement

Breaking News

Hero Alam

বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা হওয়ার স্বপ্ন দেখিয়ে ধর্ষণ, পরে গর্ভপাত! মামলা দায়ের হিরো আলমের বিরুদ্ধে

এই ঘটনায় আরও ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Physical harassment case filed against Hero Alam
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 6, 2025 3:41 pm
  • Updated:May 6, 2025 4:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। ফের একবার শিরোনামে বাংলাদেশের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এবার বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত আরও ৫ জন। সকলের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।  

Advertisement

জানা গিয়েছে, গত রবিবার এক মহিলা বাদী হয়ে উত্তর জনপদ জেলার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। আদালতের বিচারক মহম্মদ আনোয়ারুল হক অভিযোগকারিণীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বগুড়ার পুলিশ সুপারকে। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আজগর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন হিরো আলমের মেয়ে আলো খাতুন, সহকারী আল আমিন, মালেক, মালেকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব।

মামলার অভিযোগ অনুযায়ী, হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ওই মহিলাকে ধর্ষণ করেন। পরে এক মৌলবি ডেকে কবুল পড়িয়ে তাঁকে বিয়ে করার কথা বলে বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। এক সময় মহিলা অন্তসত্ত্বা হয়ে পড়লে গত ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলম-সহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা মহিলাকে মারধর করেন। এতে গুরুতর রক্তক্ষরণ হলে ওই তাঁকেকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাঁর গর্ভপাত হয়।

এরপর ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অভিযোগকারিণী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, সিনেমা তৈরির কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন। এদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে হিরো আলম সংবাদ মাধ্যমে বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি এর সঠিক তদন্ত চাই।”

উল্লেখ্য, বহু বিতর্কে জড়ানো হিরো আলম গত বছর বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিলেন। অনেক বাধাবিপত্তি পেরিয়ে প্রার্থী হলেও তিনি জিততে পারেননি। রাজনৈতিক কেরিয়ারে হতাশাই তাঁর সঙ্গী হয়েছে। অন্যদিকে, প্রেম-বিয়ে নিয়ে তাঁর ব্যক্তিগত জীবনেও যথেষ্ট টানাপোড়েন রয়েছে। নানা বিতর্কের মাঝে পড়ে গত মার্চ মাসে রাজনৈতিক জীবনে ইতি টানেন হিরো আলম। জানিয়ে দেন, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কেরিয়ারে তিনি এগিয়ে নিয়ে যাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ