Advertisement
Advertisement
Abhishek Bachchan

ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বাবার গুরুত্ব বোঝালেন অভিষেক, অমিতাভের চোখে জল

ছেলের কথা শুনেই ছলছল করে উঠল অমিতাভ বচ্চনের চোখ।

Abhishek Bachchan about Fatherhood at KBC, Amitabh Bachchan got emotional, see video
Published by: Suparna Majumder
  • Posted:November 19, 2024 10:15 am
  • Updated:November 19, 2024 4:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ফ্রেমে আর সেভাবে দেখা যায় না ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। যেন দুজনার দুটি পথ আলাদা। তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। এদিকে মেয়ে আরাধ্যা যেন মায়ের ছায়াসঙ্গী। ঐশ্বর্যর সঙ্গেই সারাক্ষণ দেখা যায় তাকে। এমন পরিস্থিতিতেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে গিয়ে বাবার গুরুত্ব বোঝালেন অভিষেক বচ্চন। আর ছেলের কথা শুনে ছলছল করে উঠল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) চোখ।

Advertisement

Amitabh-and-Abhishek

সুজিত সরকারের নতুন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। দুই কন্যাসন্তানের বাবা অর্জুন জীবনের এমন এক পর্যায়ে যেখানে সে শারীরিকভাবে অসুস্থ। আর এই অসুস্থতা তাঁর জীবন দেখার দৃষ্টিভঙ্গী পালটে দেয়। যাঁদের প্রতি অর্জুন অন্যায় করেছেন, তাঁদের কাছে গিয়ে এখন সে ক্ষমা চাইতে চায়। এই সিনেমার প্রচার করতেই পরিচালককে সঙ্গে নিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে যান অভিষেক।

মজা করতে ভালোবাসেন অভিষেক। কেবিসিতেও তার ব্যতিক্রম হল না। জানান, বাড়িতে সবাই যখন একসঙ্গে খাবার খাওয়া হয়, কেউ কোনও প্রশ্ন করলেই সমবেতভাবে ‘সাত কোটি’ (কেবিসির পুরস্কার) বলা হয়। হাসিমজা করতে করতেই আবেগপ্রবণ হয়ে যান অভিষেক। জানান, তাঁর বাবা সকাল সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়ে যান যাতে তাঁরা নিশ্চিন্তে আটটা-নটা পর্যন্ত ঘুমোতে পারেন।

 

এর পরই অভিষেক বলেন, “একজন বাবা যে সন্তানের জন্য কতকিছু করেন তা নিয়ে কেউ বেশি কথা বললেন না। কিন্তু বাবা সবার অজান্তেই চুপচাপ নিজের দায়িত্ব পালন করেন।” ছেলের এই কথাতেই অমিতাভের চোখে জল চলে আসে। আগামী ২২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘আই ওয়ান্ট টু টক’। শোনা যায়, এই ছবির জন্য অভিষেককে শারীরিক গঠনের পরিবর্তনও করতে হয়েছে। ওজন বাড়িয়েছিলেন তারকা। অভিষেক ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অহল্যা বামরো, জনি লিভার, পার্ল দে, ক্রিস্টিন গড্ডার্ড।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ