Advertisement
Advertisement

Breaking News

Rajdeep Gupta

চেনাই দায়! ভোলবদলে অন্য লুকে অভিনেতা রাজদীপ, ফাঁস করলেন ‘গোপন’ কারণ

জানালেন মনের কথা।

Actor Rajdeep Gupta almost unrecognizable in his latest Photo shoot | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 26, 2020 8:51 pm
  • Updated:December 26, 2020 9:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানের পাশে ঢেউ খেলানো চুল। মুখে একরাশ দাঁড়ি। চোখের চাহনিতে তীক্ষ্ণতা। পাশের বাড়ির ছেলের ইমেজটা যেন কোথায় হারিয়ে গিয়েছে। ইচ্ছাকৃতভাবেই তা হারিয়েছেন অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। নিজেকে ভেঙেচুরে নতুনভাবে ক্যামেরার সামনে এনেছেন তারকা। ‘বয় নেক্সট ডোর’ ইমেজের খোলস ছেড়ে নিজেকে সিরিয়াস, নেগেটিভ চরিত্রের ধাঁচে ফেলতে চান তিনি। নিজের অভিনয় সত্ত্বাকে নতুনভাবে চ্যালেঞ্জ করতে চান। জানালেন সংবাদ প্রতিদিন ডিজিটালকে।

Advertisement

ছোটপর্দায় সফর শুরু করেছিলেন ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় সফর শুরু করেছিলেন। তারপর ‘মিসম্যাচ’ হয়ে ওয়েব দুনিয়ায় ‘জাপানি ডল’-এর ব্যবসা ফেঁদে বসেন। হাস্যরসে দর্শকদের মন পেয়েছেন। তবে অভিনেতার খিদে শুধুমাত্র অভিনয়ের একটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। তাই শুধুমাত্র কৌতুক কিংবা ফিল গুডের আঙিনায় সীমাবদ্ধ থাকতে চান না রাজদীপ। এবার ধূসর চরিত্র করতে চান। লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে চুটিয়ে সিনেমা-সিরিজ দেখেছেন। ‘পাতাল লোক’, ‘স্পেশ্যাল অপস’, ‘মির্জাপুর’ দেখে মুগ্ধ হয়েছেন। এই সময়েই নিজেকে নিয়ে ভেবেছেন। তাতেই নিজের নতুন ইমেজ গঠনের তাগিদ অনুভব করেছেন। নিউ নর্মালে নতুনভাবে ফটোশুট সেরেছেন হায়াতে। নতুনদের নিয়ে কাজ করেছেন ফটোশুটে। স্টাইলের দায়িত্ব সামলেছেন ইশা ঠাক্কর। পোশাক সরবরাহ করেছে ড্যাপার। মেকআপে ছিলেন সুজয় ও নাবো। ছবি তুলেছেন ভিকি বন্দ্যোপাধ্যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: সৃজিতের মগজাস্ত্রের অব্যর্থ নিশানায় ‘ফেলুদা ফেরত’, তুরুপের তাস টোটা-অনির্বাণ]

সদ্য ঋক বসুর ‘আবহ’ ছবির কাজ শেষ করেছেন রাজদীপ। প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন এ ছবিতে। ছবিতে পাওলি দাম, প্রিয়াঙ্কা পাল, খরাজ মুখোপাধ্যাও রয়েছে। আরও কয়েকটি প্রোজেক্টের কথাবার্তা চলছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়াতেও ভিন্ন মেজাজে ধরা দিয়েছেন অভিনেতা। শার্টলেস মিরর সেলফির ক্যাপশনে লিখেছেন, “একসময় এমন একজন ছিলাম যাকে আয়নায় চিনতে পারলাম।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘টুম্পা’র ভাইরাল সাম্রাজ্যকে টক্কর দিতে চলেছে ‘পুটকি ভাই’, দেখেছেন নতুন এই ভিডিও?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ