Advertisement
Advertisement
The Great kapil Sharma Show

জনপ্রিয় ‘গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোয়ের জন্য বিপুল অর্থ নিচ্ছেন কপিল! প্রতি পর্বে কত পারিশ্রমিক তাঁর?

ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কপিল?

how much kapil sharma charging for his show The Great kapil Sharma Show?
Published by: Arani Bhattacharya
  • Posted:June 24, 2025 12:52 pm
  • Updated:June 24, 2025 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় কৌতূক রিয়ালিটি শো ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ৩’-এর সম্প্রচার শুরু হয়েছে সম্প্রতি। নেটফ্লিক্সে সম্প্রচার শুরু হয়েছে জনপ্রিয় এই শোয়ের। প্রথম পর্ব ঘিরে এমনিতেই দর্শকের মনে এক আলাদা উন্মাদনা ছিল। কারণ এই শোয়ের প্রথম পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সলমন খান। এই পর্বে এসে নিজের জীবনের নানা অজানা তথ্য নানা ঘটনা তুলে ধরেন সলমন। সুনীল গ্রোভার ও কপিলের সঙ্গে মঞ্চে তাঁর নানা মুহুর্ত ইতিমধ্যেই হাস্যরস জুগিয়েছে দর্শককে। এই সিজনে কপিল শর্মার সঙ্গে রয়েছেন সুনীল গ্রোভার ছাড়াও নভজ্যোত সিং সিধু ও অর্চনা পুরান সিং প্রমুখ।

তবে এই সমস্ত হাসির উপাদানগুলির পাশাপাশি দর্শকের আরও এক দিকে কৌতূহল রয়েছে তা হল কপিল শর্মার পারিশ্রমিক নিয়ে। যা নিয়ে চলছে জোর চর্চা। অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই শোয়ের জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কপিল?  শোনা যাচ্ছে, এই শোয়ের প্রতিটি পর্বের জন্য নাকি প্রায় পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কপিল। তবে এ নতুন কিছু নয়। এর আগে প্রথম ও দ্বিতীয় সিজনেও তাঁর পারিশ্রমিক একই ছিল। সেই হিসাবে প্রতিটি সিজনের মোট তেরোটি পর্ব থাকে এবং এই তেরোটি পর্ব থেকে তাঁর মোট অ্যায় ৬৫ কোটি টাকা। আর এখনও পর্যন্ত এই শোয়ের সবকটি সিজন মিলিয়ে কপিলের মোট আয় ১৯৫ কোটি টাকা।

তিনটি সিজনে আয়ের নিরিখে দেশের জনপ্রিয় কৌতূক অভিনেতাদের মধ্যে সবার প্রথমে রয়েছে কপিলের নাম। ২০০৭ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ জিতে ইন্ডাস্ট্রিতে আসেন কপিল শর্মা। এরপর একে একে ‘কমেডি নাইটস উইদ কপিল, ‘দ্য কপিল শর্মা শো’-এর হাত ধরে দর্শকের দরবারে আসেন কপিল। তাঁর পরিচিতি একটু একটু করে বাড়ে। জনপ্রিয় হয়ে ওঠেন ধীরে ধীরে। আর এখন এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে আলাদা করে কিছু বলার নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement