Advertisement
Advertisement

Breaking News

Manasi Sengupta

সন্তান ভূমিষ্ঠ হওয়ার দু’মাসের মধ্যেই কাজে ফিরছেন মানসী, দেখা যাবে কোন ধারাবাহিকে?

মানসীকে শেষ দেখা গিয়েছিল মৌমিতা চরিত্রে 'নিম ফুলের মধু' ধারাবাহিকে।

manasi sengupta's comeback in serial after pregnancy

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:June 7, 2025 5:13 pm
  • Updated:June 7, 2025 5:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দু’মাস আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পর এবার কাজে ফিরছেন অভিনেত্রী। শেষ তাঁকে দেখা গিয়েছিল মৌমিতা চরিত্রে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। নেগেটিভ চরিত্রে এই ধারাবাহিকে তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শকের। ছেলে হওয়ার পর কিছুদিন ছুটিতে থাকলেও জমিয়ে ফটোশুট করেছেন মানসী। এবার মাতৃত্বকালীন ছুটি শেষে ফের কাজে ফিরছেন তিনি। শোনা যাচ্ছে, এবার নাকি এক্কেবারে ভিন্ন ধারার চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘রানি ভবানী’ ধারাবাহিকে নতুন ধারার চরিত্রে দেখা যেতে পারে মানসীকে, এমনটাই গুঞ্জন। তবে কোন ধারাবাহিকে কোন চরিত্রে দেখা যাবে মানসীকে সেই বিষয়ে অভিনেত্রী নিজে কিছুই খোলসা করেননি।

Advertisement
মানসী সেনগুপ্ত, ছবি: ফেসবুক

কাজের মধ্যেই থাকতে ভালোবাসেন মানসী। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে একাধিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়ছিলেন, খুব বেশিদিন তিনি ছুটি নেবেন না সন্তান জন্মানোর পর। খুব তাড়াতাড়িই কাজে ফিরবেন। সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, হাই রিস্ক প্রেগন্যান্সি রয়েছে তাঁর। তবে তা সত্ত্বেও কিন্তু সে সবকিছুকে একেবারেই পাত্তা দেননি তিনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগে বিরতি নেন ধারাবাহিক থেকে। শুটিং ফ্লোর থেকেই যে তাঁর সরাসরি নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে সন্তান জন্ম দিতে যাওয়ার ইচ্ছা ছিল সেকথাও জানিয়েছিলেন মানসী। এমনকী সাধ খাওয়া থেকে যে কোনও জায়গাতেই মানসী গিয়েছেন নিজেই গাড়ি চালিয়ে। নিজেকে ভালো রাখলে তবেই ভালো থাকবে তাঁর সন্তান, এই ফর্মুলাতেই বিশ্বাসী মানসী। সঙ্গে অবশ্য ছিল তাঁর মা ও বোন রাইমা।

দ্বিতীয়বার এই মাতৃত্বের জার্নিতে কোথাও দেখা যায়নি অভিনেত্রীর পাশে তাঁর স্বামীকে। তাই নিয়েও সোশাল মিডিয়াতে তাঁর দিকে ধেয়ে এসেছে একাধিক প্রশ্ন। সে সবকিছু খুব ঠান্ডা মাথাতেই সামলেছেন মানসী। ট্রোলিং, কুমন্তব্য এসব কিছু একেবারেই গায়ে মাখতে রাজি নন মানসী। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ