সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুটিং শুরুর ঘণ্টাদুয়েক আগে এই ঘটনাটি ঘটে। হতাহতের কোনও খবর নেই। তবে পুড়ে ছাই গোটা সেট। অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন।
মুম্বই ফিল্ম সিটিতে চলছিল ‘অনুপমা’র শুটিং। জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ আগুন লেগে যায়। সেই সময় প্রত্যেক কলাকুশলী সেটে উপস্থিত ছিল। কারণ, ঘণ্টাদুয়েক পরই শুটিংয়ের কথা ছিল। আগুন মুহূর্তের মধ্যে গোটা সেটে ছড়িয়ে পড়ে। কোনওক্রম সেট থেকে বেরন অভিনেতা-অভিনেত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কমপক্ষে ৪টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোটা সেট প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।
এই ঘটনার পর থেকে আতঙ্কে কাঁটা কলাকুশলীরা। আর একটু হলে বড়সড় কোনও বিপদ হতে পারত বলেই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এই ঘটনার পর সমালোচনায় সরব অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশন। বিবৃতি জারি করে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামল গুপ্তা বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের উচিত যত তাড়াতাড়ি সম্ভব উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার। কীভাবে আগুন লাগল, পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা – তা খতিয়ে দেখা প্রয়োজন। ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর এবং মুম্বইয়ের লেবার কমিশনারের গাফিলতির ফলে প্রাণহানি পর্যন্ত হতে পারত। তাঁদের সাসপেন্ড করা প্রয়োজন। প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা প্রয়োজন।”
Massive Fire Breaks Out on the Set of ‘Anupamaa’ in Mumbai’s Film City – AICWA Demands High-Level Investigation and Accountability
Mumbai, 23rd June 2025 – A major fire broke out early this morning at 5:00 AM on the set of the popular television serial Anupamaa in Film City,…
— All Indian Cine Workers Association (@AICWAOfficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.