Advertisement
Advertisement

Breaking News

Python at Shooting

আচমকা শুটিং ফ্লোরে ঢুকে এল বিশাল অজগর, বাঁধল হুলস্থূল কাণ্ড, দেখুন ভিডিও

হাড়হিম করা ভিডিওটি নায়কই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

Python on Ghum Hai Kisikey Pyaar Meiin set, actor Shakti Arora shared video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 12, 2023 12:50 pm
  • Updated:July 12, 2023 12:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তুমি যে এ ঘরে কে তা জানত…’, ‘হীরক রাজার দেশে’তে বাঘমামাকে দেখে এ গানই গেয়েছিল গুপী। তার সঙ্গে ছিল ভীত-সন্ত্রস্ত বাঘা। খানিকটা এমনই অবস্থা হয়েছিল ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’ (Ghum Hai Kisikey Pyaar Meiin) সিরিয়ালের সেটে। সেখানে ঢুকে পড়েছিল আস্ত এক অজগর।

Advertisement

Python-at-Shooting-1

হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’ সিরিয়াল। সিরিয়ালের নায়ক শক্তি অরোরাও বেশ চেনা মুখ। তিনিই এই অজগরের ভিডিও শেয়ার করেন। কোথায় ধারাবাহিকের শুটিং হচ্ছিল তা জানা যায়নি। তবে ভিডিও দেখে মনে হচ্ছে অজগরকে দেখে সেটের ভিতরে হুলস্থূল কাণ্ড হয়েছিল।

[আরও পড়ুন: OMG! ‘জওয়ান’ শাহরুখের ‘বেকারার’ ভিডিওর এ কী হাল! হাসি থামছে না স্মৃতি ইরানির]

সে যাই হোক, একটু ধাতস্থ হওয়ার পরই বন দপ্তরকে খবর দেওয়া হয়। শক্তি যে ভিডিও শেয়ার করেছেন তাতে বনদপ্তরের আধিকারিকদের দেখা যাচ্ছে। এক যুবক হাত দিয়ে অজগরের লেজ ধরে রেখেছেন। সেই হাত ছাড়িয়ে সরীসৃপ পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আর ততক্ষণে প্রাথমিক আতঙ্ক কাটিয়ে অনেকেই ভিডিও তুলতে ব্যস্ত।

Python-at-Shooting

ভিডিওর ক্যাপশনে শক্তি লিখেছেন, “এই সুন্দরীকে আজ আমাদের সেট থেকে ধরা হল আর যিনি ধরলেন তিনি জানালেন, এ অন্তত ১৫০টা ডিম দিয়েছে। চিন্তা করবেন না…একে নিরাপদে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। “

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ঈশ্বরের ভূমিকায় অভিনয়ের জন্য আমিষ ছাড়েন অক্ষয়, কার অনুরোধে?]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ