Advertisement
Advertisement

Breaking News

Sumona Chakravarti

ঠোঁটের আকৃতি নিয়ে লাগাতার কপিল শর্মার বাঁকা কথা, ভেঙে পড়েন সহ-অভিনেত্রী সুমনা

এমন পরিস্থিতিতে কাকে পাশে পেয়েছিলেন সুমনা?

Sumona Chakravarti admits being hurt by Kapil Sharma’s jokes | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 19, 2023 12:20 pm
  • Updated:July 19, 2023 12:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কপিল শর্মা শো’য়ের অন্যতম অঙ্গ তিনি। মিনিট কয়েকের উপস্থিতিতেই লোকের মুখে হাসি ফোটান। তবে এই শোয়ের কারণেই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী (Sumona Chakravarti)। আর তার জন্য দায়ি সঞ্চালক কপিল শর্মার নিষ্ঠুর কৌতুক।

Advertisement

SUmona-and-Kapil-2

ব্যাপার কী? তা এতদিনে বিস্তারিতভাবে জানালেন সুমনা। হ্যাবিট কোচের সঙ্গে কথা বলতে গিয়ে সুমনা জানান, কপিল শর্মার সহ-অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁকে মানসিকভাবে অনেক লড়াই লড়তে হয়েছে। কারণ কপিল শর্মা বারবার তাঁর ঠোঁট, মুখের গড়ন নিয়ে মশকরা করেছেন। ক্যামেরার ও উপস্থিত দর্শকের সামনে বাঁকা কথাও বলেছেন। শোয়ের বাকি শিল্পীরাও কৌতুকের খাতিরে সুমনার ঠোঁট নিয়ে মন্তব্য করেছেন।

[আরও পড়ুন: ভোটকেন্দ্রে হিরো আলমকে মারধরের ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ, দিল কড়া বার্তা]

নিজের ঠোঁট ও মুখের গড়ন নিয়ে বার বার এই ধরনের কথা শুনতে শুনতে ভেঙে পড়েছিলেন সুমনা। সেটে প্রবল বিরক্ত হয়ে বসেছিলেন। সেই সময় তাঁর কাছে আসেন অর্চনা পূরণ সিং। ‘কেন তুই এত বিরক্ত?’ জানতে চেয়েছিলেন অর্চনা। তাঁকেই মনের কথা খুলে বলেছিলেন সুমনা। তারপর অভিনেত্রী যা উপদেশ দিয়েছিলেন তা আজও মনে রেখেছেন সুমনা।

Archana Puran Singh Sumona Chakravarti (1)

সুমনাকে অর্চনা বলেছিলেন, “যদি তুই নিজেকে নিয়ে মজা করতে পারিস, নিজের উপরেই হাসতে পারিস তাহলে দেখবি কেউ তোকে অপমান করতে পারছে না। আরেকটা কথা, ঠোঁট আর মুখের গড়ন নিয়ে যদি বলতে তাহলে বলি, তোর মধ্যে এমন কিছু রয়েছে যা পেতে অনেক মহিলাই যেকোনও মূল্য দিতে প্রস্তুত। আমি অন্তত এমন কয়েকজনকে চিনি।”

[আরও পড়ুন: ব্যাগের ভিতরে রাখা গাঁজা, মারিজুয়ানা! বেড়াতে গিয়ে গ্রেপ্তার সুপার মডেল জিজি হাদিদ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ