সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গির অরণ্যে সিংহের মৃত্যুমিছিল। গুজরাটের এই জাতীয় উদ্যান থেকে গত এগারো দিনে উদ্ধার হল এগারোটি সিংহের মৃতদেহ। ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য।
জানা গিয়েছে, মৃত ১১টি সিংহের মধ্যে দুটি সিংহী, দুটি বয়স্ক সিংহ এবং ছটি সিংহের বাচ্চা। ধারা এলাকার কাছ থেকে তিনটি মৃতদেহ পাওয়া যায়। বাকি দেহগুলি উদ্ধার করা হয় রোনিয়া এলাকা থেকে। কীভাবে মৃত্যু হল এতগুলি সিংহের? ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের তরফে খবর, ময়নাতদন্তে জানা গিয়েছে ফুসফুসে সংক্রমণের কারণেই ন’টি সিংহ প্রাণ হারিয়েছে। আর বাকিদের মৃত্যুর কারণ হতে পারে পরস্পরের মধ্যে সংঘর্ষ। কর্তৃপক্ষের অনুমান, মোট এক ডজন সিংহের প্রাণহানি হয়েছে। কারণ পচা-গলা অবস্থায় জঙ্গল থেকে আরও একটি দেহ উদ্ধার হয়েছে। তবে তা সিংহের কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। মাত্র এগারো দিনে এতগুলি সিংহের মৃত্যুতে উদ্বিগ্ন প্রশাসনও। পুলিশকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার।
এশিয়াটিক সিংহ প্রজাতির এখন বিপন্ন অবস্থা। গোটা দেশে একমাত্র এই গির অরণ্যেই এই প্রজাতির সিংহ রয়েছে। ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী, ৫২৩ টি সিংহের ঠিকানা এই জাতীয় উদ্যান। বনদপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাজীব কুমার গুপ্তা জানান, বিষয়টি খতিয়ে দেখতে বলেছে প্রশাসন। প্রথমে অনুমান করা হয়েছিল, পরস্পরের মধ্যে সংঘর্ষেই মৃত্যু হয় আটটি সিংহের। কারণ গত তিন-চার বছরে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হয়। কিন্তু কীভাবে সংক্রমণ ছড়াল, তা তদন্তের পরই জানা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.