Advertisement
Advertisement
Kerala

জমা জলে মৃত্যুদূত বিদ্যুতের তার, কেরলে প্রাণ গেল ১৩ ও ১১ বছরের দুই ভাইয়ের

দুই বালকের বেঘোরে মৃত্যুতে প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন।

13, 11 year old brothers electrocuted and died in Kerala
Published by: Kishore Ghosh
  • Posted:May 26, 2025 3:50 pm
  • Updated:May 26, 2025 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ম মতো কেরলে বর্ষা ঢুকেছে আগেভাগে। সম্প্রতি লাগাতার বর্ষণে জল জমেছিল কোঝিকোরের বহু এলাকায়। তেমনই একটি রাস্তায় রবিবার ছিড়ে পড়েছিল হাই ভোল্টেজ বিদ্যুতের তার। সেই জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৩ ও ১১ বছরের দুই নাবালকের। তারা সম্পর্কে দুই ভাই। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। পাশাপাশি প্রশ্ন উঠছে, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জেরেই কি বেঘোরে প্রাণ গেল দুই নাবালকের?

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই নাবালকের নাম নীতিন বিজু এবং ইভিন বিজু। এদিন তাদের বাড়ির সামনে জমা জলে হাই ভোল্টেজ বিদ্যুতের তার খসে পড়েছিল। সেই জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই ভাইকে। যদিও চিকিৎসকরা জানান, দুজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় দুই নাবালকের সঙ্গে বড় কেউ ছিল না। তারা কি জমা জলে মাছ ধরছিল, নাকি ফল ধুতি গিয়েছিল বা অন্য কাজে, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বর্ষার সময় বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা আকছার ঘটে থাকে। এই বিষয়ে প্রশাসনের গাফিলতি নিয়ে বারবার প্রশ্ন উঠলেও পরিস্থিতি বদলায়নি বলেই অভিযোগ সাধারণ মানুষের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement