সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির মধ্যেই এলাকায় টহল দিচ্ছিলেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের কর্তব্যে গাফিলতি করেননি। কিন্তু নিজেদের কাজ করতে গিয়েই প্রাণ হারালেন দুই সৈনিক। বন্যার তোড়ে ভেসে গেলেন তাঁরা। কাশ্মীরের ঘটনাস্থল থেকে বেশ দূরে উদ্ধার হয়েছে তাঁদের মৃতদেহ। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের বিশাল এলাকা। কাশ্মীরেও (Kashmir) একাধিক রাজ্যে বন্যা সতর্কতা জারি হয়েছে।
দুই সৈনিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা (Indian Army)। তাদের টুইট থেকেই জানা গিয়েছে, শনিবার পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় নিয়মমাফিক টহল দিচ্ছিলেন নায়েব সুবেদার কুলদীপ সিং ও সিপাই তেলু রাম। টহলদারির সময়েই খরস্রোতা নদী পেরতে যান তাঁরা। সেই সময়েই প্রবল স্রোতে ভেসে যান দুই সৈনিক। শনিবার বিকেল পর্যন্ত তাঁদের খোঁজ না পেয়ে তল্লাশি শুরু হয়।
শনিবার গভীর রাতে মেলে কুলদীপের দেহ। অন্যদিকে সিপাই তেলু রামের দেহ উদ্ধার হয় রবিবার সকালে। কঠিন সময়ে দুই সৈনিকের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় সেনা। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কাশ্মীর-সহ গোটা উত্তর ভারত। কাশ্মীরের দু’টি জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আবহবিদরা।
অন্যদিকে, গত দু’দিনে প্রবল বৃষ্টিতে ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। আগামী দু’দিনও দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রাণহানির পাশাপাশি প্রবল বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক রাস্তাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.