সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস পুরনো বস্তাপচা ফোনের মতো। ২০১৪ সালেই সেটাকে ছুড়ে ফেলে দিয়েছে জনতা। এবার নয়া কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার নয়াদিল্লিতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের বিভিন্ন প্রান্তের যুবসমাজের প্রতিনিধিরা প্রযুক্তির ওই মহাযজ্ঞে অংশ নিয়েছেন। সেই মঞ্চেই মোদি কংগ্রেসকে (Congress) পুরনো ফোন বলে খোঁচা দিয়ে গেলেন। প্রধানমন্ত্রী বলে গেলেন,”রিস্টার্ট করে লাভ হয়নি। ব্যাটারি চার্জ করেও লাভ হয়নি। তাই ২০১৪ সালে সেই সব বস্তাপচা ফোন ছুড়ে ফেলে দিয়েছে আমজনতা। দেশসেবার সুযোগ দিয়েছে আমাদের।”
মোদির বক্তব্য, ২০১৪ শুধু একটা তারিখ নয়। ওটা পরিবর্তনের সোপান। প্রধানমন্ত্রী বলেন, পুরনো ফোন যেমন কোনও কাজে লাগে না। আগের সরকারও তেমন অকেজো হয়ে গিয়েছিল। জনগণ সেই সরকারকে ছুড়ে ফেলে দিয়েছে। মোদির দাবি, তাঁর আমলেই ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন দিগন্ত খুলেছে। বিশ্বের সেরা সেরা সংস্থা ভারতে বিনিয়োগ শুরু করেছে।
এদিন ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (Indian Mobile Congress) সূচনা করার পাশাপাশি দেশের নানা প্রান্তে ১০০টি ৫জি ল্যাবেরও সূচনা করেছেন প্রধানমন্ত্রী। আজ ইন্টারনেট তিনি জানিয়েছেন, শুধু ফাইভ জি নয়, ভারত দ্রুত ৬জি প্রযুক্তি ক্ষেত্রে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দিকেও এগোচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.