সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বন্যপ্রাণ নিয়ে উদ্বেগজনক রিপোর্ট মহারাষ্ট্র সরকারের। গত চার মাসে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২টি বাঘ ও ৪০টি চিতার। পাশাপাশি ৬১টি অন্য বন্যপ্রাণের মৃত্যু হয়েছে এই সময়কালে। শুক্রবার মহারাষ্ট্রের বনমন্ত্রী গণেশ নায়েক বিধানসভায় এই রিপোর্ট পেশ করেন।
বিধানসভায় বিরোধীদের প্রশ্নের উত্তরে বনমন্ত্রী জানান, চলতি বছরে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে যে ২২টি বাঘের মৃত্যু হয়েছে তার মধ্যে ১৩ বাঘের মৃত্যু হয়েছে প্রাকৃতিকভাবে। বৈদ্যুতিক শক খেয়ে মৃত্যু হয়েছে ৪টি বাঘের, ৪টি বাঘ গাড়ি, রেল ও কুয়োয় পড়ে মারা গিয়েছে। অন্য একটি বাঘের মৃত্যু কারণ জানা যায়নি। অন্যদিকে, যে ৪০টি চিতার মৃত্যু হয়েছে তার মধ্যে প্রাকৃতিকভাবে মারা গিয়েছে ৮টি, ২০টি চিতার মৃত্যু হয়েছে দুর্ঘটনাজনিত কারণে। ৩টি চিতা মারা গিয়েছে চোরাশিকারিদের হাতে। বাকি ৯টি বাঘের মৃত্যু কারণ স্পষ্ট নয়। অন্যদিকে, যে ৬১টি অন্যান্য বন্যপ্রাণের মৃত্যু হয়েছে তার মধ্যে ২৩টি প্রাকৃতিকভাবে, ৪টি চোরাশিকারের কারণে, ২৪টি রাস্তার কুকুরের আক্রমণে, ৪টি বৈদ্যুতিক শক খেয়ে, ২১টি প্রাণীর মৃত্যুর কারণ জানা যায়নি। পাশাপাশি নাসিকে এই সময়কালে ২১ জন মানুষের মৃত্যু হয়েছে বন্যপ্রাণীর আক্রমণে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যপ্রাণীর মৃত্যু রুখতে সমস্ত রকম পদক্ষেপ করা হচ্ছে সরকারের তরফে। বাঘেদের সুরক্ষায় প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চাষের জমিতে বিদ্যুতের খুঁটি পুঁতলে এবং তার জন্য যদি কোনও বন্যপ্রাণের মৃত্যু হয় সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছি আমরা। এদিকে সরকারের তরফে আরও একটি রিপোর্ট সামনে আনা হয়েছে। যেখানে বলা হয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই তিন বছরে মহারাষ্ট্রে ১০৭টি বাঘ ও ৭০৭টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.