সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণের রাজ্য কেরল থেকে দেবভূমি উত্তরাখণ্ডে বেড়াতে এসেছিলেন, মেঘভাঙা বৃষ্টির দুর্যোগে এমন ২৮ জন পর্যটক নিখোঁজ। এই দাবি করলেন পর্যটকদের পরিবারের লোকেরা। মঙ্গলবার দুপুরে উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে প্রলয়-রূপ ধারণ করে পাহাড়ি নদী ক্ষীরগঙ্গা। হড়পা বানে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে যায় ধারালি নামের একটি গ্রাম। কাছেই হর্ষিল সেনাছাউনির ১১ জন সেনাকর্মী নিখোঁজ হন। মৃতের সংখ্যা পাঁচে আটকে রইলেও নিখোঁজ ৫০ জনের বেশি। মনে করা হচ্ছে, তাঁদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ। ২৮ জন পর্যটকেরও কি মৃত্যু হয়েছে?
সূত্রের খবর, নিখোঁজ ২৮ জনের মধ্যে ২০ জন কর্মসূত্রে মহারাষ্ট্রে থিতু। বাকিরা কেরলের বিভিন্ন জেলার বাসিন্দা। উত্তরকাশীতে বেড়াতে এসে নিখোঁজ হয়েছেন স্বামী-স্ত্রী এবং তাদের ছেলে, এই পরিবারের আত্মীয় এক মহিলা জানান, আগের দিনও কথা হয়েছে ছেলের সঙ্গে। তিনি বলেন, “ওঁরা বলেছিল যে সেদিন সকাল সাড়ে আটটা নাগাদ উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর উদ্দেশে রওনা দিচ্ছে। সেই পথেই ভূমিধসের ঘটনাটি ঘটেছে। ওঁদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।” মহিলা আরও জানান, হরিদ্বারের যে ট্রাভেল এজেন্সি ১০ দিনের উত্তরকাশী ভ্রমণের ব্যবস্থাপনায় ছিল, তাদের কাছেও কোনও খবর নেই।
গতকালকের দুর্যোগের পর একাধিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, জলের তোড়ে বাড়ি, হোমস্টে, দোকান ভেসে গিয়েছে। ধারালির একটা গ্রামের প্রায় অর্ধেক জলের তলায়। উদ্ধারকারীদের আশঙ্কা, এখনও বহু মানুষ আটকে পড়ে রয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ। এমনকী হেলিকপ্টার পর্যন্ত ল্যান্ড করতে পারছে না। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হলেও তা টানা বৃষ্টির জন্য বাধা পাচ্ছে। এর মধ্যেই হরিদ্বার, নৈনিতাল ও উধম সিং নগরে অতিবৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য অঞ্চলগুলিতে রয়েছে কমলা সতর্কতা।
দেরাদুনের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এছাড়া নৈনিতাল, তেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, আলমোরা বা বাগেশ্বর জেলা কার্যত অবরুদ্ধ। উত্তরাখণ্ড জুড়ে অন্তত ১৬৩টি রাস্তা বন্ধ। তার মধ্যে আছে পাঁচটি জাতীয় সড়ক ও সাতটি রাজ্য সড়ক। রাজধানী দেরাদুন থেকে ১৪০ কিলোমিটার দূরের দুটি সীমান্তবর্তী সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গমস্থানে উদ্ধারকার্য চালাতে আরও সমস্যা হচ্ছে।
এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মৃতদেহ খোঁজার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের কাজে নামিয়েছে। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা থেকে ৩৫ সদস্যের তিনটি উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো রয়েছে। আরও দুটি দলকে দ্রুত উদ্ধারে পাঠানো হবে। রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীর জল বিপদসীমার কাছে রয়েছে। যে কারণে কেদারনাথ তীর্থযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দেবভূমির উত্তরকাশীর ধারালি গ্রামের হাড়হিম করা ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হড়পা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.