Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

অবৈধ মাদ্রাসার শৌচাগার থেকে উদ্ধার ৪০ ‘বন্দি’ নাবালিকা! যোগীরাজ্যে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

40 Minor Girls Found Locked Inside Toilet Of Illegal Madrassa In Uttar Pradesh
Published by: Subhodeep Mullick
  • Posted:September 26, 2025 2:10 pm
  • Updated:September 26, 2025 2:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ একটি মাদ্রাসার তালাবদ্ধ শৌচাগার থেকে উদ্ধার করা হল ৪০ জন ‘বন্দি’ নাবালিকাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশেরে বাহরাইচে। বুধবার ঘটনাটি ঘটলেও, পুলিশ তা জানিয়েছে বৃহস্পতিবার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বহরাইচের পায়াগপুর মহকুমায় দীর্ঘদিন ধরেই ওই মাদ্রাসাটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। কিন্তু সম্প্রতি গোপন সূত্রে মাদ্রাসাটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পুলিশের কাছে আসে। এরপরই বুধবার অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযোগ, তদন্তকারীরা সেখানে প্রবেশ করতে গেলে তাঁদের বাধা দেন মাদ্রাসার আধিকারিকরা। তারপরই শুরু হয়ে যায় বিবাদ। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপর জোর করে মাদ্রাসায় প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, তল্লাশির পরই অবৈধ ওই মাদ্রাসার তালাবদ্ধ শৌচাগার থেকে উদ্ধার করা হয় ৪০ জন নাবালিকাকে। তাদের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে। কিন্তু কী কারণে তাদের তালাবন্দি করে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মাদ্রাসাটি নিবন্ধিত ছিল না। অবৈধভাবে তারা কার্যক্রম চালাচ্ছিল। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পাশাপাশি, এই ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে পড়ল যোগীরাজ্যে নারী নিরাপত্তা।

পয়গপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) অশ্বিনী কুমার পাণ্ডে বলেন, “মহিলা পুলিশকর্মীরা শৌচাগার থেকে ওই নাবালিকাদের উদ্ধার করেন। নাবালিকারা প্রত্যেকেই আতঙ্কিত। কথা বলার পরিস্থিতিতে নেই।” অন্যদিকে, সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ