Advertisement
Advertisement
Patna

শিশুমৃত্যুতে এখনও অধরা অভিযুক্তরা! পাটনায় জনবিক্ষোভে জ্বলল পুলিশভ্যান, আহত ৫

শীঘ্রই অভিযুক্তদের আটক করার আশ্বাস দিয়েছে পুলিশ।

5 Police Personnel Injured In Mob Attack Over Murder Of 2 Children In Patna
Published by: Rakes Kanjilal
  • Posted:August 26, 2025 8:58 am
  • Updated:August 26, 2025 8:58 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুমৃত্যুর মতো স্পর্শকাতর ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। আর তা নিয়ে জনতার ক্ষোভ আছড়ে পড়ল পুলিশের উপর। পাটনায় জনতার বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, আক্রান্ত পুলিশকর্মীরা। ইন্দ্রপুরীর ২ শিশু হত্যার ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার রাতভর বিক্ষোভ দেখান পাটনার জনতা। তাঁদের আক্রমণে ৫ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে একজন মহিলা কনস্টেবলও রয়েছেন। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ। হিংসা ছড়ানোর অভিযোগে ১০ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পাটনা পুলিশ।

Advertisement

গত ১৫ আগস্ট পাটনার ইন্দ্রপুরী এলাকায় একটি গাড়ির ভিতরে ২ শিশুর দেহ উদ্ধার হয়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরপর এক সপ্তাহ কেটে গেলেও এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পাটনা পুলিশ। আর তাতেই আইনরক্ষকদের উপর জনরোষ আছড়ে পড়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাটনার (সেন্ট্রাল) এসপি দীক্ষা জানিয়েছেন, ”সোমবার সন্ধ্যায় শিশুহত্যায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে রাস্তা আটকে কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে বিক্ষুব্ধ জনতা হিংসার আশ্রয় নেয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের দিকে পাথরও ছোড়া হয়।” অন্যান্য পুলিশকর্মীদের পাশাপাশি হেনস্থার শিকার হন খোদ পুলিশ সুপারও।

তিনি আরও জানিয়েছেন, ”বিক্ষোভে অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে তা সামাল দিতে অল্প কয়েকজন পুলিশই সেখানে গিয়েছিলেন। জনতার হামলায় মোট পাঁচজন পুলিশকর্মী অল্পবিস্তর আহত হয়েছেন। আহতের মধ্যে একজন মহিলা কনস্টেবলও রয়েছেন। কয়েকজন মহিলা সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অন্য অভিযুক্তদেরও আটক করা হবে।” এসবের পরও প্রশ্ন উঠছে, ২ শিশুমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ? পুলিশ সুপার আশ্বাসের সুরে জানিয়েছেন, ”খুব শীঘ্রই অভিযুক্তদের আটক করা হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ