মাসুদ আহমেদ, শ্রীনগর: পাঁচ বিদেশি জঙ্গিকে নিকেশ করল কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু করে জঙ্গিরা। কুপওয়ারার জুমাগান্দ এলাকায় দু’পক্ষের প্রায় দু’ঘণ্টা লড়াই চলে বলে জানা গিয়েছে। তাতেই মৃত্যু হয়েছে পাঁচ জঙ্গির। কাশ্মীর (Kashmir) পুলিশের তরফে জানানো হয়েছে, আরও জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।
তিনদিন আগেই নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়েছিল কুপওয়ারাতে। সেই একই এলাকায় ফের জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে। সূত্র মারফত এই খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। শুক্রবার সকাল থেকেই জোর কদমে অভিযান শুরু হয়।
পুলিশি অভিযান শুরু হওয়ার পরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। প্রায় ঘণ্টা দুয়েক পরে পাঁচ জঙ্গির মৃত্যুর খবর মেলে। কাশ্মীর পুলিশ টুইট করে জানায়, “যৌথ অভিযানের ফলে মৃত্যু হয়েছে পাঁচ বিদেশি জঙ্গির (Foreign Terrorist)। আপাতত লুকিয়ে থাকা অন্য জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।”
: Five (05) foreign killed in . Search in the area is going on: ADGP Kashmir
— Kashmir Zone Police (@KashmirPolice)
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই পাক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে জেহাদিরা। এলাকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সতর্ক প্রশাসন। শ্রীনগরের চিনার কর্পসের লেফটেন্যান্ট অমরদীপ সিং আউলিয়া জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখায় বাহিনীর আরও সতর্ক থাকা প্রয়োজন। কেননা সীমান্তের ওপারে যারা রয়েছে তারা এখানকার জনজীবনকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.