Advertisement
Advertisement

Breaking News

Andhra Pradesh

মুখোমুখি সংঘর্ষে দাউদাউ জ্বলে উঠল বাস ও লরি! ভয়ংকর দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে

মাঝরাতের ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন।

6 dead as bus catches fire after collision in Andhra Pradesh
Published by: Biswadip Dey
  • Posted:May 15, 2024 10:39 am
  • Updated:May 15, 2024 10:39 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাতে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। লরির সঙ্গে বাসের সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল দুটি গাড়িই। মৃত্যু হল অন্তত ৬ জনের। জখম ২০। আহতদের চিলাকালুরিপেট ও গিন্টুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের পালনাড়ু জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। বাসে ছিলেন ৪২ জন যাত্রী। বাসটি হায়দরাবাদের উদ্দেশে যাচ্ছিল। রাত একটা নাগাদ আচমকাই একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাসটিতে। জ্বলতে থাকে লরিটিও। দুর্ঘটনায় যাত্রীদের সঙ্গেই প্রাণ হারিয়েছেন বাস ও লরির দুই যাত্রীও। একজন মৃতকে এখনও সনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় দুটি গাড়িই সম্পূর্ণ জ্বলে গিয়েছে।

[আরও পড়ুন: ‘আমি হিন্দু বা মুসলিম বলিনি, বলেছি…’, বিতর্কের মাঝেই সাফাই মোদির!]

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত এলাকায় পৌঁছয় দমকল ও পুলিশ। আগুন নেভানো হলে দেখা যায় পুড়ে ছাই বাস ও লরি, দুটিই। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানাচ্ছেন, বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে নামা নিয়ে তাড়াহুড়ো লেগে যায়। অনেকেই জানলা দিয়েও লাফিয়ে পড়েন। কিন্তু এক বয়স্ক দম্পতি ও শিশু বেরিয়ে আসতে না পেরে জীবন্তই ভস্মীভূত হয়ে যায়। জানা গিয়েছে, ওই বাসের যাত্রীরা সোমবার ভোট দিতে এসেছিলেন। কিন্তু ফেরার সময়ই ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা।

[আরও পড়ুন: ইতিহাসে প্রথম! আবগারি দুর্নীতিতে অভিযুক্ত গোটা AAP, আদালতে বলল ইডি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ