Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, মথুরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন।

6 Killed As Car Crashes Into Divider On Yamuna Expressway In Uttar Pradesh's Mathura

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:July 20, 2025 10:55 am
  • Updated:July 20, 2025 10:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল একটি চারচাকা গাড়ি। শনিবার সকালে ভয়াবহ এক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে। মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন।

Advertisement

শনিবার সকালে চারচাকা গাড়িটি দিল্লি থেকে আগ্রার উদ্দেশে রওনা দিয়েছিল। যমুনা এক্সপ্রেসওয়ের কাছে আসতেই সেটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই সেটি উলটে যায়। দুর্ঘটনার অভিঘাতে কার্যত দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। গুরুতর আহত অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। মৃতরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের মোরিনা গ্রামের বাসিন্দা। কিন্তু ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং ড্রাইভারের ভুলের কারণেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশের এক আধিকারিক শ্লোক কুমার বলেন, “মর্মান্তিক ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং উলটে যায়। মৃত্যু হয়েছে ৬ জনের। ইতিমধ্যেই আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। খতিয়ে দেখা হচ্ছে সিসিভিটি ক্যামেরার ফুটেজও।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ